-
যে চাওয়া ভুল, যে প্রেম আমাকে কাঁদায় ।। কবিতা ।। কে এম আশরাফুল ইসলাম
যে চাওয়া ভুল কে এম আশরাফুল ইসলাম তার ভালোবাসা ছিল জীবনের আশা সুখ-দুখের পাখি, রচিতে বাসা প্রণয় পরশে মিলনে দু’জনার আঁখি। রবো দু’জনায় পরম মমতায় শপথের অটুট বন্ধন, সতত চেনায় হারাব অজানায় যদিও আসে মরণ! বসিয়া পাশে একান্ত ভালোবেসে ফুটিত কথার ফুল, প্রণয় আবেশে হারাতাম সতত হইয়া মোরা ব্যাকুল। কেমনে সময় বিজলি চমকে বয় বেখেয়ালি মান্স, আসক্ত রয় অর্পিত হিয়া পাইয়া যৌবনের পরশ। ভ্রান্ত ভাবনা করিনি দু’জনা অবিনাশী কামনায়, একই ঠিকানা একই নিবাসে হারাব মোহনায়। হায় ভালোবাসা করিয়া সর্বনাশা ছলনা লেখে জয়, অনন্ত পিপাসা মরু সাহারায় মরীচিকা কথা কয়। সেই চেনা ঘোমটায় আপনা নিঃশব্দে চলে পথ, রই অজানা ভুলে পাওয়া…
-
স্বাধীনতার তিক্ত স্বাদ, বিপ্লবের সওয়ারীরা
স্বাধীনতার তিক্ত স্বাদ জাহাঙ্গীর পানু উন্মুক্ত স্বাধীনতার তিক্ত স্বাদে বাধাহীন সমাজের আত্ম-অহংকারীর। দিকপালবিহীন মৌমাছিরা হুল ফোটায় ভুল মগডালের অগ্রভাগে। অবুঝ সময়ের হারানো স্বাধীকার ফিরে পাবার আহলাদে উত্তেজিত নব প্রজন্ম। প্রতিবিপ্লবের আকাঙ্খায় উৎ পেতে থাকে ভয়ানক হিংস্র হায়েনারা আচমকাই গর্ত থেকে বেরিয়ে আসে পতিত বিষধর গোখরো। অনবরত সাম্রাজ্যবাদী পড়শির খড়গ হস্তের ইশারায় লাল হয় সবুজ ঘাস। সাম্প্রদায়িক দাঙ্গার স্বপ্নে বিভোর পরাজিত পাপারাজ্জিদের দল। দীপ্তদের আত্মার চিতার আগুনে নোংরা জল ঢালে বিপথগামী স্বগোত্রীয় উগ্রবাদীরা। সমাজের প্রতিষ্ঠিত কান্ডারীগণ আজ দিশাহারা দ্বিধাহীন প্রলাপের ভিতরে তারা আজ উদ্দেশ্যহীন যাত্রার পথিক। স্বৈরাচারের চরমপত্রের অনুশীলনে শেখেনি কোনোকিছুই। সদ্য ফেলা অতীতের যন্ত্রণাময় দিনগুলোর তিক্ত অভিজ্ঞতা কি সহসাই ভুলে…
-
প্রার্থনা, বিচার
প্রার্থনা মোহাম্মদ রবিউল ইসলাম মানুষ আমি শ্রেষ্ঠ আমি করলে সৃজন সেভাবে তুমি, তবে কেন এত পিছুটান শুদ্ধ করে নাও হে মহান। লাঞ্ছিত আমি বঞ্চিত আমি মর্যাদা দাও হে। বিশ্রী আমি, অপয়া আমি সুন্দর করো হে। অহংকারী আমি, দাম্ভিক আমি নিহংকারী করো হে। অজ্ঞ আমি, মূর্খ আমি জ্ঞানী করো হে। ভীরু আমি, কাপুরুষ আমি অভয় দাও হে, নিষ্ঠুর আমি, নির্দয় আমি দয়া দাও হে। পাপী আমি তাপী আমি ক্ষমা কর হে, অন্যায়ী আমি, অত্যাচারী আমি ন্যায়ী কর হে। অসভ্য আমি, বর্বর আমি সভ্য করো হে, পথ হারা আমি, বিভ্রান্ত আমি পথ দেখাও হে। অসহায় আমি, নিঃসহায় আমি, সহায় হও হে। বিপদে…
-
অভিযান, জীবনে মরণে তুমি বাংলাদেশ
অভিযান মোহাম্মদ রবিউল ইসলাম অশান্ত আমি চঞ্চল আমি মানি না বাধার পাহাড়; সত্যের তরে লড়িব আমি ভাঙ্গিব অন্যায়ের দুয়ার। এসো সঙ্গী সবে এসো মম সাথে এসো উৎসাহ নিয়ে এসো ন্যায়েরই পথে। পৃথিবীতে কেন এত হিংসা হানাহানি? ভালো লাগে না এত খুন রাহাজানি। এসো তোমরা ঐ নিশির অন্ধকারে এসো তোমরা দু’হাতে আলোর মশাল জ্বেলে। সত্যের তরে মোদের হোক অভিযান মিথ্যাকে করব মোরা পদস্খলন। ওহে; তরুণের দল- তোমরাই দেশের শক্তি সাহস তোমরাই মোদের স্বপ্ন ও বল সত্যের অভিযানে তোমরা থেকো অবিচল। কেন প্রতিবাদে চলবে গুলি? কেন রাজপথে লাশের ছড়াছড়ি? না না, আমরা দেখতে চাই না আমরা দেখব না এই নরপিশাচের হোলি। পৃথিবীর…
-
কৃষকের ধান, ভালো লাগে এই দেশ, স্মরণ
কৃষকের ধান মো. শরিফুল ইসলাম যত দূরে মোর দৃষ্টি মেলে দেখি যে সোনার ধান মাথার উপরে বিশাল আকাশ গাঁয়ে মানুষের তান। কাঁচা নাড়ার সুবাস ভাসে কাস্তের পোঁচে পোঁচে ধানের আগায় সোনার বাইল দক্ষিণা বাতাসে নাচে। পতিত ভূমিতে ঘাম ঝরিয়ে ফলিছে ভূমিতে সোনা কৃষক নাচে দেখিয়া আজ ধানের সোনার দানা। রোদ্রে সোনা বাইল চক চক করে কৃষকের মনে হাস এই সোনা লয়ে যত্নে রাখিয়া খাইবে বারো মাস। শরীর পোড়া গন্ধ যে আজ ধানের সুবাসে ম্লান দুঃখ যাতনা ভুলিয়া আজ কণ্ঠে মধুর গান। কাটিয়া ধান সিন্নি বিলাবে মন্দিরে দিবে প্রসাদ স্রষ্টার খুশিতে ভুলবে যাতনা মনে কৃষকের স্বাদ। সবারে অন্ন জুটিতে আজ সুখের…
-
প্রজ্বলিত স্মৃতি
প্রজ্বলিত স্মৃতি জাহাঙ্গীর পানু আজ এই পড়ন্ত অবেলায় কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি কোথাও কী একটু অবসর ছিল না? একান্তে নিজেকে জানিবার, বুঝিবার। এইতো সেদিন – গোলাপের পাপড়ি আর শিউলি ফুলের মালা হাতে নিয়ে এসে বলেছিল- “প্রিয়তমেসু, অল্প সময়ের জীবনে আমাদের চাওয়াগুলো অফুরন্ত, নিটোল। জানি তোমাকে পাব না! কিন্তু আজ এই পড়ন্ত বিকেলে নীলাকাশকে স্বাক্ষী রেখে বলে গেলুম, তোমাকে জীবনে হারাতেও চাই না আমি রব নিরবে তোমার শয়নে, স্বপনে, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে।” শাব্দিক কথা শেষ হয়েছিল পুস্পিতার । কিন্তু! তার প্রতিটি নিশ্বাসের হা-হুতাশের উচ্চারিত বাক্যগুলো ছিল খুবই স্পষ্ট এবং আত্মবিশ্বাসে ভরপুর। তার কথার গভীরতা সেদিন বুঝিনি। কিন্ত আজ…
-
পাহাড়ি ললনা, অবাঞ্চিত কবিতা
পাহাড়ি ললনা কে এম আশরাফুল ইসলাম সবুজের মিতালি শাওড়াতলী অদূরেই পাহাড়ের মায়া, নিত্য কলকাকলি উড়ায়ে আঁচল ডেকেছিল প্রশান্তির ছায়া। মায়াময় আঁখি প্রশান্তির পাখি বিস্তার করিয়া ডানা, বাঁধিয়া রাখি পরাণে পশিয়া দিয়েছিল ঠিকানা। জীবনের আশা নিরঙ্কুশ ভরসা প্রত্যয়ের বাতিঘর, তৃষিত ভালোবাসা প্রণয় বাঁধনে কেউ হবে না তো পর! লালমাই পাহাড় আকর্ষণ দুর্নিবার ময়নামতির আঁচল, কোটবাড়ি তার হৃদয়ে ‘BARD’ ঐতিহাসিক কমল, সর্পিল পথ লালমতি কিছমত পার হয়ে সেই প্রাণ, করিয়া শপথ বেলতলী স্কুলে সতীর্থ হৃদয়ের টান, মুক্ত হিয়া ডাকিয়া প্রিয়-প্রিয়া চির রাখি বন্ধন, বিরহিয়া খোঁজে সান্ত্বনা মিলনে প্রস্ফুটিত নয়ন! সেই সাথী দানিয়া প্রীতি আপন পিত্রালয়ে রাখি, দিবস-রাতি রাখিত যতনে প্রণয়ের ময়না পাখি!…
-
যৌবন এখন, দেখে নিও তুমি
যৌবন এখন পূর্ণিমা হক বড়ো হয়ে গেছি আমি শৈশবের স্মৃতিগুলো কেঁদে ফিরছে আহত যৌবনকে দেখে। জীবনকে উপহার দিয়েছে যৌবন বিষময় একটা নীলাভ পার্সে, জীবনের সব অস্থিরতাগুলো এখন আমি পার্সে ভরেছি, সেটা আমার চলার সঙ্গী। বড়ো হয়ে গেছি আমি এখন যৌবন আমার কাছে জ্বলন্ত সিগারেট জীবনের ছাই, নোংরা এ্যাস্ট্রে। শৈশবের স্মৃতিগুলো তাই কেঁদে ফিরছে যৌবন এখন আমার তারুণ্যের উচ্ছৃঙ্খলতা মনের নানান জটিলতা বিষিয়ে ওঠা নিরস প্রাণ। বড়ো হয়ে গেছি আমি- যৌবন এখন আমার কাছে ভালোলাগা-ভালোবাসার ক্রমাগত দ্বন্দ্ব বিষাদের জীবন্তিকা খাম খেয়ালির বর্ধিত বছর পাওয়া না পাওয়ার বেদনার সাগরে উলঙ্গ স্মৃতিগুলোর অবাধ সাঁতার। আমার শৈশবের সবুজ মেঠোপথে যৌবন ফেলেছে বিষাক্ত কাঁটা, আমার…
-
রবি কবির জন্মদিনে শুভেচ্ছা
রবি কবির জন্মদিনে শুভেচ্ছা তাহমিনা খাতুন পঁচিশ বৈশাখ বিশ্বে হলো এক নতুন সূর্যোদয় সে রবির আলোয় উদ্ভাসিত সকল লোকালয়। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আলোকোজ্জল হলো সে আলোয় বুঝি জগৎ খানি হলো ঝলমলো। দিনে দিনে বাড়ল আলো, রঙিন হলো ধরনী নতুন মাঝি কলম বৈঠায়, বাইলো ভাবের তরণী। গল্প, কবিতা, নাটক, নভেল কিছুই রয়নি পিছে রবির হাতের যাদুর ছোঁয়ায়, মুগ্ধতা ছড়িয়েছে। কত কাব্য হলো লেখা নাই তো কোনো সীমা বিশ্ব পদক, যশ আর খ্যাতি রবির ঝুলিতে জমা। গান কবিতা পেল প্রাণ রবির হাতের ছোঁয়ায় রবির গানের সুরের যাদু, ছড়াল বিশ্বময়। রবির গানেই আশ্রয় নিই, হলে উদাসীন গান শেষ হলেও মনে বাজে নানা ছন্দের…
-
বোশেখ বন্দনা
বোশেখ বন্দনা তাহমিনা খাতুন চৈত্রের অগ্নিবান হলো সবে শেষ বোশেখ এলো যেন নিবারিতে সব ক্লেশ। চৈত্রের রোদ্দুরে মাঠ-ঘাট চৌচির কোথাও মেলে না দেখা শান্তির নীড়। জনশূন্য ফাঁকা নিস্তব্ধ চারিধার ভুলেছিল প্রাণীকূল শোনাতে কলস্বর। ঘুঘুর ক্লান্ত সুর ভরাত দুপুর মনের তারে বাজাতো শুধু বিষাদের সুর। বন-বনানী হয়েছিল কাতর পিপাসায় চাতকের মতো গুনছিল দিন বোশেখের প্রতীক্ষায়। চৈত্রের ভয়াল তাপে ওষ্ঠাগত সব প্রাণ রুদ্র কালবৈশাখী গাইল যেন নতুন দিনের গান। রুদ্র বোশেখের আজ হলো আগমন নতুন দিনের তরে জানাল আমন্ত্রণ। ঈশানকোণে শুনি মেঘের গুরু গুরু সোনালি দিনের বুঝি হলো আজ শুরু। দুরন্ত দূর্বার ঝড়ের হাওয়ায় পুরনো দিন সে তো উড়ে চলে যায়। উন্মাতাল…