• এখন-এখানে-আমি
    কবিতা,  বিমল কুণ্ডু,  সাহিত্য

    এখন এখানে আমি, স্বদেশ

    এখন এখানে আমি বিমল কুণ্ডু   আমাকে আমি চিনতে পারি যখন প্রচণ্ড যন্ত্রণায় জর্জরিত হই। আমাকে আমি বুঝতে পারি যখন প্রিয়জন আমাকে কষ্ট দেয় আমাকে আমি জানতে পারি যখন গভীর রাতে ঘুম ভেঙে যায় রাতের নিঃসিম আঁধার ভেদ করে আকাশের তারাগুলি চাদর বিছানো পটের মতন চোখের আলোয় উদ্ভাসিত হয়ে জন্মের ইতিহাস বলে যায়। প্রকৃতির একটানা নিরবতায়, হঠাৎ পেঁচার ডাক অস্তিত্ব ঘোষণা করে আহত ডানায় আমাকে আমার অবস্থান স্মরণ করিয়ে দেয়। এখন এখানে আমি নিরুপায় পিতা একজন সৃষ্টির কষ্টের দায়বদ্ধ ঈশ্বর যেমন আমিও তেমন অবিরত যন্ত্রণার মাঝে খুঁজে ফিরি দুঃখের আঘাতে অতি প্রিয়জন আমার আমিত্ব জেগে ওঠে- প্রশ্ন করি কতখানি কতটুকু…

  • লিপিকার-আমিই-তোমার
    কবিতা,  বিমল কুণ্ডু,  সাহিত্য

    লিপিকার আমিই তোমার, ঘুরে দাঁড়াও ব্যাবিলন, অগ্নিশ্বর

    লিপিকার আমিই তোমার বিমল কুণ্ডু তোমার কাছে ভালোবাসার প্রতিদান চাইনি সারাক্ষণ নিরাপত্তা নীরব প্রহরী তবু তুমি আমাকে ধন্য করেছ আমার আমিত্ব সুপ্ত নিশ্চিত আশ্রয় তোমার তৃপ্তির হাসি শুধুই সেদিকে চেয়ে; অথচ সে হাসিটুকু আমাকে দেবার কথা ছিল আমি তো চাইনি বিনিময়, আনন্দের সহবাস এই ঘর, ইরানি কার্পেট, বসরাই গোলাপগুচ্ছ সুমিষ্ট সুবাস—এসব কিছুই আমি চাইনি । তোমার আলিঙ্গনে প্রাণের আবিষ্কার, অফুরন্ত কথার পঙ্ক্তিমালা অজান্তেই হয়েছে রচিত মায়াময় সংসারের অন্তরালে একটি কবিতা কখনও দেখনি! ধন্য লিপিকার আমিই তোমার ঘুরে দাঁড়াও ব্যাবিলন এখানেই ছিল সেই সুমেরীয় হাজার পাঁচেক বর্ষ আগে চোখ বন্ধ করলেই সুমহান ঐতিহ্য-কঙ্কাল দেখি স্বপ্নিল নগরী—মানববাগান—জ্ঞানের বিকাশ হিংস্র দানবের নখের আঘাতে…

error: Content is protected !!