-
তোমাকে পাইনি বলে
তোমাকে পাইনি বলে পথিক জামান তোমাকে পাইনি বলে আমার দুঃখে ভরা প্রাণ, তাইতো আমি সবখানে গাই দুঃখে ভরা গান। তোমাকে পাইনি বলে আমার মনে অনেক জ্বালা, তুমি ছাড়া আমার গলায় কে পরাবে মালা? একুশ বছর পড়ে আছি তোমার প্রেমের ফাঁদে, তাই নিশিতে পরাণ আমার গভীর ব্যথায় কাঁদে। মুক্তি পেতে যতই আমি করি না কেন ফন্দি, শেষ দেখি আমার সকল তোমার প্রেমেই বন্দী। জানি আমি কোনদিন আর তোমায় পাব না, তবু কেন তোমায় নিয়ে এত ভাবনা? এমনি করে তোমায় নিয়ে হয়তো আরো ভাববো, তোমায় নিয়ে হয়তো আরো লিখবো প্রেমের কাব্য। তোমায় নিয়ে ভাবি আমি সকাল দুপুর রাতে, বুকের ব্যথা বাড়ে…