-
সন্ধ্যা, পথের বাঁকে, দূরত্বের ছায়াপথে
সন্ধ্যা পূর্ণিমা হক আমার ঘরের পাশে সজনে গাছে যখন সন্ধ্যা নামে শীতের শিশিরে, বিহঙ্গরা নীড় খোঁজে। সন্ধ্যা শেষে রাত আসে বিস্মৃতির ব্যথা জমে মনে হৃদয়ের অতল জমিনে। কতদিন দেখি না তোমায় সতৃষ্ণ নয়নে! বিদায়ের বুকে নিয়েছ ঠাঁই মাটির মমতা ছেড়ে- অনন্তলোকে। সান্ত্বনার মেঘেরা আনে আঁধারে আষাঢ় আমার হৃদয়ে- অস্বস্থির দাবানলে পুড়ে অঙ্গারিত হৃদয়। কোথায় হারিয়ে গেল আকাশি মন সাদা-কালো হতাশার হিমে নীল নীল কষ্টের বিষে! আমার ঘরের পাশে সজনে গাছে রাত শেষে ভোর হয় পাখির কুজনে। সাদা সাদা ফুলেরা হাসে স্নিগ্ধ বাতাসে প্রশান্তির হাওয়া লাগে আকাশি মনে, অতঃপর দিবসের শেষে যখন সন্ধ্যা নামে অতল জমিন যায় ভরে হতাশার হিমে।…