কবি-নজরুল
কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

কবি নজরুল

কবি নজরুল

তাহমিনা খাতুন

সাম্যের কবি তুমি, তাই গাহিয়াছ সদা সাম্যের গান
তোমার গানেতে উঠিয়াছে বাজি, মানবতার জয়গান।
ধর্ম, বর্ণ, স্থান, কাল, পাত্র অভেদ করি
তুমি উড়ায়েছ বিজয় কেতন, আহা! অপরুপ মরি।

বিদ্রোহী কবি তুমি
তোমার লেখনী হয়েছে শাণিত, প্রনমি আপন ভূমি।
দ্রোহের মন্ত্রে জাগিয়াছিলো, নিদ্রাতুর জাতি
উৎসাহিলে তাদেরে পাড়ি দিতে, কঠিন ভয়াল রাতি।

যেথা দেখিয়াছ অন্যায়, আর যেথায় অবিচার
গর্জিয়া উঠেছে লেখনী তোমার, হইয়াছে ক্ষুরধার
বিদ্রোহী তুমি, কবিতায় তব জ্বালালে অগ্নি শিখা
বাংলা কাব্যের ভালে পরায়েছ, জলন্ত রাজটীকা।

কি দুর্মর বাজি ধরিয়াছ তুমি, ভয় শূন্য চিতে
‘শৃঙ্খল ভাঙার’ গান শুনায়েছো, তোমার অভয় গীতে।
‘শিকল পরা’ পায়ে বেজেছিল, শিকল ভাঙ্গার গান,
‘অগ্নিবীণা’র ঝংকারে ছিলো, মুক্তির আহ্বান।

‘বিষের বাঁশি’ জ্বালা ধরাইল, বিদেশী প্রভুর মনে
তোমার কবিতা হয়েছে মুখর, সত্যের জয়গানে।
মুখোশধারীর ভন্ড মুখোশ, করেছ উন্মোচিত
‘জাতের নামে বজ্জাত’ যত, আছিল সদাই ভীত।

তুমি দূর্বার, দূর্বিনীত, তুমি মহা উল্লাসি
‘জাহান্নামের চূড়ায় বসি’ তাই, হাস অট্টহাসি’।
সদা চঞ্চল, হাসি উচ্ছল, প্রাণ প্রাচুর্যে ভরা
তোমারে স্পর্শিতে পারে  নাই কভু, দুঃখ, বেদনা জ্বরা।
তোমার ভজন, কীর্তন আর তোমার গজল গান,
চারিদিক দিল উদ্ভাসিয়া, ভরাল সকল প্রাণ।

নারীকে তুমি দিয়াছ মুক্তি, নর সম অধিকার,
নারী হইয়াছে বহ্নিশিখা, লভিয়া তোমার বর।
কত ভাষা হতে সুরভী ছিনিয়া, পরালে বঙ্গ ভাষায়
বাংলা হইল শক্তিমান আরো, তোমার যাদুর ছোঁয়ায়।

বাংলার রুপ আঁকিয়াছ কবি, করি কত মনোরম
বঙ্গ জননীরে পুজিয়াছ তুমি, করিয়াছ নম নম।
তুমি বিদ্রোহী, তুমি প্রেমিক, তুমি সাম্যের কবি
তোমার কাব্যে, তোমার গানে, হেরি জগতের ছবি।

প্রেমের কবি তুমি, তুমি ভাবুক, গ্রীবায় এলানো চুল
প্রিয়ার খোঁপায় পরাও তুমি, দূর নক্ষত্রের ফুল।
প্রেম মুগ্ধ হৃদয়, সদা ভাব বিহ্বল, তোমার কবিতায়
তোমার প্রতিভা বিচ্ছুরিত, দূরের বিজলীর প্রায়।

তোমার অসীম যাদু দেখি যেন, নৃত্যকলায়
ছন্দে ছন্দে তুরীয় আনন্দে, হৃদয় দোলায়।

‘দুখু মিয়া’, জনম তোমার দুখের অনলে পোড়া
সেই দুখু মিয়া নামটি ছড়ালো, বিশ্ব জগত জোড়া।
জন্ম তোমার ছড়িয়েছিলো, মৃগ নাভীর ঘ্রাণ,
বঙ্গভাষা সাহিত্যে তুমি, কখনো হবে না ম্লান।

ধুমকেতু কবি, ছুটিয়াছ সদা, দূরের উল্কাসম
তোমার চরণে সহস্র অর্ঘ্য, জানিও আজিকে মম।

আরও পড়ুন কবিতা-
কবিতার ফুল
মুক্তিযোদ্ধার মৃত্যু নেই
স্বাধীনতা
কালো রাত্রির খাম
বিষণ্ন বাসন্তী বাংলা

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

কবি নজরুল

Facebook Comments Box

তাহমিনা খাতুন ছড়া, কবিতা, ভ্রমণ কাহিনী, নারীর অধিকার নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখছেন। পেশায় একজন আইনজীবী। তিনি ১৯৫৭ খ্রিষ্টাব্দের ১লা মার্চ পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!