-
৭ মার্চ ১৯৭১, সুদীর্ঘ নয় মাস
৭ মার্চ ১৯৭১ ফকির শরিফুল হক ৭ মার্চ ১৯৭১ সেদিনও ফাগুনের বাতাস ছিলো কোটি বাঙালীর নিশ্বাসে, তবে বসন্তে ছিলো পাক কোকিলার জলুম দখলের লালসা ভিতু থিতু ভয়ে বাঙালি অনিশ্চিত বিশ্বাসে, দিশেহারা জাতি, নিস্তব্ধ পথঘাট স্তব্ধতা আকাশে। মনো মেঘাচ্ছন্ন ঘোরে কোটি বাঙালি হঠাৎ জাগ্রত জনতা এপার ওপার, টেকনাফ তেতুলিয়ার আকাশ পাতালে ঐক্য দেশমাতৃকা নিজ সত্বা রক্ষায় বৃদ্ধ আবাল। কবি দেখিয়েছেন দিক, বজ্র হুংকারে তর্জনী নির্দেশ কণ্ঠ স্ফুলিঙ্গ বারুদ লাভায় মাটি রক্ষার আদেশ, আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় মহামানব সুর স্বাধীনতা স্বত্বার ডাক শুনেছে বাংলা, শুনেছে বিশ্বসমুদ্রর। কবির কণ্ঠে সেদিন দেশাত্মবোধ ছিলো ছিলো স্বাধীনতার নেশা, দৃঢ় মুক্তিতে ব্রতমুখোবয়ে ছিলো কোটি জনতার ভাষা…
-
ভাষা শহিদ স্মরণে
ভাষা শহিদ স্মরণে ফকির শরিফুল হক ১৯৫২, ২১ শে ফেব্রুয়ারি আমার অহংকার বিবেক চেতনা বোধে বাংলা ভাষা সমৃদ্ধ অলংকার সেদিন ফাগুন আগুনে ভাষা সৈনিকেরা ছিলো ত্যাগি দুরন্ত দূর্বার, অ আ ই ক মা মাটি বর্ণ বাংলায় সদা সর্বর। মোহাম্মদ আলী জিন্নাহর অযাচিত ঘোষণা বাংলায় উর্দু-ই হবে রাষ্ট্র ভাষা, ছিলো মিছে সে তামাশা মূহুর্তেই বজ্র প্রতিবাদ না না, হবে না এমন আশা এ বাংলায় হবে না উর্দুর বাদ্য বয়ান, হবে হবেই বাংলার জয়গান। সমস্বর কন্ঠে ছাত্র জনতা ফুলে ফেঁপে আর্তচিৎকারে ধ্বনিত হয়, বাংলার বুকে বাস মোরা বাংলায় রই মা মাটিতে হাসি বাংলা স্বত্ত্বায় ভাসি বাংলাকেই ভালোবাসি। তাজা সে সব প্রাণে…
-
এ ক্রান্তিকাল শেষে
এ ক্রান্তিকাল শেষে ফকির শরিফুল হক যদি এ ক্রান্তিকাল শেষ হয় একদিন, যদি বেঁচে যায় দূর্নীতি ঘুষখোর লুটেরা যারা আজ অতি সাধু সন্ন্যাসী ভবে লেবাসি মানবতা শেখায়, যদি বেঁচে যায় ঐ দাম্ভিক রাজা মহারাজ যার ইশারায় নিমিষেই ধ্বংস হয় আফগান ফিলিস্তিনের মানচিত্ৰ বুক। যদি বেঁচে যায় ঐ মারণাস্ত্র প্রযুক্তির দৈত্য দানবেরা যারা কথায় আনবিক বোম হয়ে ফোটে শাস্তির বুকে, যদি বেঁচে যায় তারা, যারা শান্তির কাশ্মীরকে সীমার দোহাই দিয়ে মানবতাকে বারবার করছে জখম! যদি বেঁচে যায় পেশিবাহু বিশ্ব নীতি নির্ধারকেরা তবে জলবায়ু বায়ুমণ্ডলে পরবে আবার অশনি আদেশ, পুড়বে হাজার মাইল বন, কার্বনডাই-অক্সাইডে বন্ধ হবে পৃথিবীর দম, হাজারো বোবা উটের…