অসমাপ্ত অধ্যায়, কবিতার আকাশে তুমি
অসমাপ্ত অধ্যায়
তুমি ছিলে
তাই ফুটিলে কবিতার সুষম ছন্দে,
পথ ভুলে
চলে গেলে ভালোবাসার দ্বিধাদ্বন্দে!
দৃঢ় শপথে
বাঁধিয়া হিয়াতে বিনিময় করিলে মন,
দিবা-রাতে
এখনো খুঁজি হারানো কাঙ্ক্ষিত রতন!
চলি ভাবনায়
সেই ভালোবাসায় যা কেড়ে নিয়ে সুখ,
অযথা হারায়
না ফেরার মান্সে দিয়ে অযাচিত দুখ।
বলিতে তখন
আমাদের ভুবন আসিলেও প্রলয় ঝড়,
অটুট এ বন্ধন
রহিবে অটুট না হবো কখনো পর!
সময়ের চাকা
সরল না বাঁকা অজানাই আদি অন্ত,
ফাঁকিতে ফাঁকা
রচিয়া অদেখা করিলে চির অশান্ত।
অবগুণ্ঠন
চোরাগুপ্তা নয়ন তীর্যক চাহনিতে দেখে,
সর্বস্ব লুণ্ঠন
করিয়া প্রত্যয় আপনাকে দূরে রাখে।
অযাচিত দূর
পথ বন্ধুর প্রত্যাশার বাতিঘর দোলে,
তিক্ত মধুর
জীবন সায়াহ্নে যদিগো প্রদীপ জ্বলে।
সে আশা
প্রকট দুরাশা ঝাঁপিতে নাই মর্মপীড়া,
নিরাশা
মরীচিকায় বাসা পথক্লান্তিতে সর্বহারা।
দু’টি মন
মৌলিক স্বপন গড়িয়া অভিন্ন ঘর,
ছন্দিত জীবন
প্রণয় বাঁধনে না হবো কভু পর।
অশনি বালা
করিতে একেলা সুনামির প্রকম্পনে,
ডুবালো বেলা
দ্বাদশীর চাঁদে ভুমিকায় ইতি টেনে!
প্রাপ্ত অপ্রাপ্ত
আশা অভিশপ্ত স্মৃতির খেয়াতে মাঝি,
অধ্যায় অসমাপ্ত
ভালোবাসা অন্যথা তাই না পাই খুঁজি!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
স্মৃতির পাতায়
বেদনার কূলে কূলে
প্রতীক্ষায় আছি
কবিতার আকাশে তুমি
প্রেম হারায়
কবি ফিরে পায় পরম আদরে তাই,
কাঁদে কাঁদায়
বাণী বিন্যাসে কবিতার গর্ভে ঠাঁই।
করিয়া যতন
বানায় রতন মহাকালের মোহনায়,
যেন স্বজন
হারিয়েও সে নিজকেই ফিরে পায়!
দেখিবে সে
কে ভালোবাসে, কে করে অমর,
অবশেষে
বুঝিবে, কাঁদে হইয়া স্মৃতিকাতর!
টানিয়া বুকে
কাঁদিবে শোকে প্রলাপ করিয়া একা,
অতীত ডাকে
সবুজে খামে ঠিকানা রক্তে লেখা।
ঝরা ফুল
করিয়া আকুল মালা গাঁথিবার তরে,
নহে ভুল
রচিয়া আশিস দিয়েছিল পুষ্পবাসরে।
সেই ফুলে
আমাকেই ভুলে করিয়া সন্তরন,
দিয়ে ফেলে
বাসি ফুল করো জীবন যাপন!
সতেজ পাতা
হারিয়ে আবিলতা যখনি পড়ে ভুমে,
চূড়ান্ত বার্তা
কে রোধে সাশ্রু আঁখিতে অযুত চুমে?
সেই পাতা
সুলিখিত খাতা আমাকেই ডেকে কয়,
পুষ্পিতা
হারিয়ে লাবণ্য পরাজয়ে হারা হয়!
বিসর্জন
করিয়া স্বজন রিনিউড হৃদয়ে চারণ,
বিকিরণ
বিকিরিত অবয়বে বিভ্রান্ত করে নয়ন।
হারালে পথ
পালানোর রথ বিজলী চমকে ধায়,
স্মরিয়া শপথ
পড়ে আছি মরুতে কাঁদি কবিতায়!
চলে গেলে
আমাকেই ফেলে আলো হারা তারকার ফাঁকে,
দিয়ে গেলে
বেদনার ডালি আকাশি কবিতার বুকে।
আরও পড়ুন কবিতা-
গোলাপ ফুল
তিতাস নদীর পাড়ে
অন্ধকারের জ্যোতি
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
অসমাপ্ত অধ্যায়