• কবিতা,  সাহিত্য

    সবুজ বৃক্ষের জন্য কাঁদি

    সবুজ বৃক্ষের জন্য কাঁদি শফিক নহোর   আমার জন্ম হয়েছিল সাঁওতাল পাড়ার পদ্মবতী বটবৃক্ষের ডালে কাক ডাকা দুপুরে পানির জন্য চারিদিকে চিৎকার চেঁচামেচি হইহুল্লোর আমি এখন চোখের জলে বানভাসির মতো ভাসি অথৈই জলে।   কুয়ার পানি নেওয়ার জন্য গ্রাম্য বধূর সাঁঝ অপেক্ষা , দরজার কপাট খুলে প্রতীক্ষায় সোয়ামি কুসুম গরম ভাতে ধোঁয়া ওঠা প্লেটে হাত পাখার বাতাস তরকারির ঝালে মুখ ভর্তি পানি পানির জন্য চিৎকার চিৎকার চিৎকার… আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে।   কুয়া মরে গেল, তাজা নদী মরে গেল অসুখে ভুগছে সাগর আর সমুদ্র সৈকত পানির জন্য শুনবে চিৎকার চেঁচামেচি হইহুল্লোর এতগুলো দুঃখ নিয়ে আমি কাঁদি আমার জন্ম হয়েছিল সাঁওতাল…

error: Content is protected !!