-
এসেছি স্বাধীনতা সাথে করে, তখন মানুষ মানুষ ছিলো না
এসেছি স্বাধীনতা সাথে করে খলিফা আশরাফ আদিগন্ত প্লাবিত রক্তজল মাড়িয়ে তুমি যখন দাঁড়ালে সন্মুখে, তখন তোমার প্রদীপ্ত চোখে কনকোজ্জ্বল আনন্দ-জ্যোতি খেলা করছে, স্থির অচঞ্চল তুমি গভীর প্রত্যয়ে, তোমার হাতে মুখে সমস্ত শরীরে রক্তের আলপনা সার্টে, লুঙ্গিতে ছড়িয়ে-ছিটিয়ে লালের জমাট কারুণ্য, মাংস ভেদ করা গুলির ক্ষত চিহ্ন তোমার দক্ষিণ বাহুতে আরক্ত কানের ছেঁড়া লতিটা অসহায় দুলছে উত্তাল হাওয়ায়, তোমার দু’পা বেয়ে তখনও রক্তের ঝর্ণা-ধারা, অথচ কি আশ্চর্য রক্তস্নাত মুখে তখনও তুমি অবলীলায় হাসছো অমলিন। তোমার শরীরে হাজার বছরের সৌরভময় পলিমাটির ঘ্রণ শর্ষে ফুলের সুবর্ণ রেনু দ্যুতি ছড়াচ্ছে চোখের পাতায় প্রশস্ত কপালে শ্যামল বাংলার অপার নিসর্গঅটুট প্রোজ্জ্বল, তোমার রক্ত-ক্লিষ্ট হাতে লাল-সবুজের…