• প্রকৃতিতে-হবো-লীন
    কবিতা,  সাহিত্য

    প্রকৃতিতে হবো লীন, প্রকৃতি আমার ভালোবাসা

    প্রকৃতিতে হবো লীন খোন্দকার হুমায়ূন কবীর   ফের যদি আমি জন্মই নিই জন্মই নিই কভু প্রকৃতির মাঝে লীন যেন হই মিনতি জানাই প্রভু। প্রকৃতি আমার প্রেম ভালোবাসা প্রকৃতি আমার আশা প্রকৃতি আমারে বাহুডোরে বেঁধে কণ্ঠে দিয়েছে ভাষা। প্রকৃতিকে আমি ভালোবেসে তাই হতে চাই নদ-নদী বুক ভরা জলে কুলকুল রবে বয়ে যাবো নিরবধি। নদী যদি হই পাল তুলে বুকে বয়ে যাবে নাও কত! মনোলোভা সেই দৃশ্য হেরে হারাবোই অবিরত। নদীর পাড়ের ঘন বন হতেও আমার ইচ্ছে করে হাজারো পাখি কলকাকলিতে মুখর করবে স্বরে। পাখিদের সুরে সুর মিলিয়ে আমিও গাইব গান মনের খুশিতে সে গানের তালে ভরিয়ে তুলব প্রাণ। বনের পাড়ের পাহাড়ও…

  • খোন্দকার-হুমায়ূন-কবীর
    কামারহাট,  নাজিরগঞ্জ,  লেখক পরিচিতি,  সাহিত্য

    খোন্দকার হুমায়ূন কবীর

    খোন্দকার হুমায়ূন কবীর ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম খোন্দকার আকবর হোসেন। মায়ের নাম মোছা: মনোয়ারা খাতুন। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু হলেও সে পেশায় বেশিদিন থাকা হয়নি। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি লেখালেখি করে চলেছেন। আরও পড়ুন বাংলাদেশে বইমেলার প্রবর্তক সরদার জয়েনউদ্দীন ছোটবেলা থেকেই তিনি লেখালেখি শুরু করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনে তাঁর একাধিক রচনা ছাপা হয়েছে। ছড়া কবিতা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে তিনি বেশকিছু ছোটগল্পও লিখেছেন। “মৌচাকে ঢিল” পত্রিকায় একসময় নিয়মিত গল্প লিখতেন। এছাড়াও দেশের…

error: Content is protected !!