-
কোঠুর লোকডাউন (উকা)
কোঠুর লোকডাউন (উকা) মোহাম্মদ আব্দুল বাছেত প্রথম দিন মানছে আইন সুজানগর বাসী খুব ফাইন। ফাঁকা বাজার বন্ধ দোকান চায়ের পরে মজার সুখটান দিচ্ছে না কেউ মাচালে বসে মাঝে মাঝেই যে পুলিশ আসে লাঠি হাতে মুখটা ভারি বাইরে পেলেই পাছায় বাড়ি ভয় মাইরের – নয় করোনার! আর ভয় জেল- জরিমানার নইলে আবার ঘরে থাকা উপদেশ দিয়ে আটকে রাখা বাঙালি কি অতো সোজা ? চেরাগ জ্বেলে ভাইরাস খোঁজা বিশ্বে এমন সাহসী জাতি যায় কি পাওয়া রাতারাতি ? বিধি নিষেধের কড়াকড়ি আমরা কি তার ধারধারি? করোনা দেখা গেলে চোখে গণপিটুনি দিতো লোকে। …