-
একুশ বছর পর
একুশ বছর পর পথিক জামান একুশ বছর পর সেদিন রাতে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো। তুমি ছিলে সিঁড়ি বারান্দায় বসা, মেয়েদের মাঝে গল্পে মশগুল। বিদ্যুতের আলোটা ঠিকরে পড়ছিল বার বার তোমার সুন্দর মুখের উপর। পিছন ফিরে বসেছিলে কিছুটা সামনে ঝুঁকে। বার বার মন বলছিল তুমিই সে, যাকে একটি বারের জন্যও দেখিনি একুশটি বছর। দুরু দুরু বুকে ভীরু পদক্ষেপে একটু একটু করে এগুলাম, ঠিক তোমার পিছনটায়। বুকের মধ্যে হঠাৎ কেমন যেনো করে উঠল, হার্ট বিটটাও বেড়ে গেল অনেক গুনে। ডাকব কি ডাকব না, এমনি করে দ্বিধাহীনতায় ভুগছিলাম অনেকক্ষণ ধরে। তারপর শত ভাগ নিশ্চিত হয়েই ডাক দিলাম তোমার নাম ধরে।…