বিমল কুণ্ডু একাধারে একজন কবি, সাহিত্যিক ও গবেষক। প্রকাশনা: কাব্যগ্রন্থ-শূন্য বিন্দুর সন্ধানে,ঘুরে দাঁড়াও ব্যবিলন,কাল আবার কি হবে; উপন্যাস-স্বাধীনতার প্রেম কাহিনী, বীরঙ্গনা অনন্তর সূর্য, সন্ন্যাসী, হাসি কান্নার জীবন, মোতালেব পাগল ও তাহাদের কথা; গবেষণাগ্রন্থ-হিন্দুধর্মের উৎস সন্ধানে,হিন্দুধর্মের ইতিহাস ও সংস্কৃতি,ছোটদের হিন্দুধর্মের ইতিহাস,মহাভারতের ট্র্যাজিক হিরো, সীতা ও দ্রৌপদী; গল্পগ্রন্থ-হারাধন কই গেলি। তিনি ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!