বিমল কুণ্ডু একাধারে একজন কবি, সাহিত্যিক ও গবেষক। প্রকাশনা: কাব্যগ্রন্থ-শূন্য বিন্দুর সন্ধানে,ঘুরে দাঁড়াও ব্যবিলন,কাল আবার কি হবে; উপন্যাস-স্বাধীনতার প্রেম কাহিনী, বীরঙ্গনা অনন্তর সূর্য, সন্ন্যাসী, হাসি কান্নার জীবন, মোতালেব পাগল ও তাহাদের কথা; গবেষণাগ্রন্থ-হিন্দুধর্মের উৎস সন্ধানে,হিন্দুধর্মের ইতিহাস ও সংস্কৃতি,ছোটদের হিন্দুধর্মের ইতিহাস,মহাভারতের ট্র্যাজিক হিরো, সীতা ও দ্রৌপদী; গল্পগ্রন্থ-হারাধন কই গেলি। তিনি ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

  • এখন-এখানে-আমি
    কবিতা,  বিমল কুণ্ডু,  সাহিত্য

    এখন এখানে আমি, স্বদেশ

    এখন এখানে আমি বিমল কুণ্ডু   আমাকে আমি চিনতে পারি যখন প্রচণ্ড যন্ত্রণায় জর্জরিত হই। আমাকে আমি বুঝতে পারি যখন প্রিয়জন আমাকে কষ্ট দেয় আমাকে আমি জানতে পারি যখন গভীর রাতে ঘুম ভেঙে যায় রাতের নিঃসিম আঁধার ভেদ করে আকাশের তারাগুলি চাদর বিছানো পটের মতন চোখের আলোয় উদ্ভাসিত হয়ে জন্মের ইতিহাস বলে যায়। প্রকৃতির একটানা নিরবতায়, হঠাৎ পেঁচার ডাক অস্তিত্ব ঘোষণা করে আহত ডানায় আমাকে আমার অবস্থান স্মরণ করিয়ে দেয়। এখন এখানে আমি নিরুপায় পিতা একজন সৃষ্টির কষ্টের দায়বদ্ধ ঈশ্বর যেমন আমিও তেমন অবিরত যন্ত্রণার মাঝে খুঁজে ফিরি দুঃখের আঘাতে অতি প্রিয়জন আমার আমিত্ব জেগে ওঠে- প্রশ্ন করি কতখানি কতটুকু…

error: Content is protected !!