• কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    অর্চনা, মেঘলাকাশে রঙধনু

    অর্চনা ফজলুল হক  আর অপেক্ষা না দেখায় না হয় এগিয়ে যাক কথা ব্যথাময় ব্যথার আকাশে ধূসর হোক বেদনার ছাপ, চোখের জলেই বোঝাপড়া হোক বেদনা কার কতটুকু। প্রথাসিদ্ধ নিয়ম ভেঙে হৃদয় পোড়া শব্দ যদি নির্দ্বিধায় ঠোঁটে উচ্চারিত হয় একবার কী করবে তখন, ভেবেছ কি? সময় দিলাম ভাবো,আরো ভাবো…. তারপর না হয় জানিয়ে দিও আর কত অপেক্ষা শেষে ভিড়বে তরী মোহনায়? সুগভীর চোখ থেকে যদি দৃষ্টি সরাতে না পারি নেশাতুর চোখে যদি স্বপ্ন আঁকি, সমাজবিধির বেড়াজাল ভেঙে পারবে কি বেরিয়ে আসতে? বসন্ত বিলাসে যদি কথায় কথায় রাত কেটে যায় রাতের গভীরে ফের রাত সূচনা হয়, জীবনের খোলস বদলে পারবে কি সে রাতের…

  • মানুষ-হয়ে-উঠা
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    মানুষ হয়ে উঠা, আলো-আঁধারি

    মানুষ হয়ে উঠা ফজলুল হক   তুমি তারুণ্য দীপ্ত রুদ্ধ দুয়ার ভেঙে আলোর মশাল জ্বালাতে চাও? একটু পিছনে তাকাও দেখতে পাবে ভুল পথে ছড়িয়ে আছে অমীমাংসিত কিছু বিস্মৃতি। আরো একটু পিছনে দ্যাখো সময়ের কৃষ্ণ গহ্বরে কিছু অনভিপ্রেত অভিজ্ঞতার মৃদু গন্ধ অনুভূত হবে। ব্যর্থতার এসব ভুল গল্প থেকে নির্ভয়ে বেরিয়ে এসো, কী দেখতে পাচ্ছো? চলার পথটা সংকোচিত করা হচ্ছে, তথাকথিত মানুষরুপী দানবেরা দুর্বলদের বাকস্বাধীনতা ও অধিকার আকণ্ঠ গ্রাস করছে জগদ্বাসী অসহায় কাঁদছে; চাওয়া-পাওয়ার মাঝে নিদারুণ অসন্তুষ্টির হাটবাজার বসেছে প্রতারিত হচ্ছে ভাবাবেগ মানচিত্র কে খামছে ধরছে উলঙ্গ সমৃদ্ধ শকুনের দল, নৈতিকতাকে পরাজিত করবার নির্লিপ্ত খায়েশে উদ্যমতার পায়ে শিকল পরানোর অপচেষ্টায় তারা প্রমত্ত,…

  • শিরোনামহীন-সম্পর্ক; amadersujanagar.com
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    শিরোনামহীন সম্পর্ক, মনের বীজতলা

    শিরোনামহীন সম্পর্ক ফজলুল হক   কিছু সম্পর্ক আজীবন শিরোনামহীন থেকে যায় দীর্ঘশ্বাসে পোড়ে ঘরহীন ঘরের আঙিনা; যাপিত জীবনের আয়নায় মুখ দেখে ইদানীং নিজেকে বড্ড অচেনা মনে হয়। বন্ধপ্রায় মনের দরজা খুলে তৃষ্ণার্ত দুপুরে যুবতি জলের ঘ্রাণ হৃদয়ঙ্গম করি, জলকেলি জলে পা ভিজিয়ে স্বপ্ন বোনার স্বপ্ন দেখি। জলসিঁড়ি ভেঙে তুমিতো পারো সমুদ্র অবগাহনে মেতে উঠতে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অপরিণামদর্শী প্রেম সীমাহীন সীমানায় বেপরোয়া ছুটে চলে শিরোনামহীন মুহূর্তগুলো সম্পর্কের বাইরে সম্পর্কে জড়িয়ে পড়ে, যেনো হৃদয়ের কতো কাছে বসবাস। চোখ বন্ধ করে চলে যাই আদিম পথে মনে হয় তুমি আমি ওখানেও পথ হেঁটেছি যুগপৎ। মৃত্যুর পথ ধরে হেঁটে হেঁটে কান্নার ধ্বনি শুনে শিউরে উঠি…

  • নীল-সমীকরণ
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    নীল সমীকরণ, মেঠো গন্ধ

    নীল সমীকরণ ফজলুল হক   আষাঢ়ের বৃষ্টিস্নাত রাত ধূসর দৃষ্টির উপত্যকায় নেমেছে নিকষ আঁধার; জানালার গ্রীলে মুখ গুঁজে দাঁড়িয়ে, কদম ফুলের পাপড়ি ধোয়া বৃষ্টিজল টিপটপ শব্দে টিনের চালে অনিবার পড়ছে। নীলহীন বদলে যাওয়া আকাশটা স্থির একা কোথাও নেই জোনাকির আলো না আছে পাখিদের কূজন, সঙ্গী বলতে মাঝেমধ্যে অদূরে ঝিঁঝিপোকার ক্ষীণ ডাক অনুভব করছি। রাত এগিয়ে যাচ্ছে অন্ধকারের খেয়ায়, একাকিত্বের অতল গহীনে ডুবে যাচ্ছি একটু একটু করে; তৃষ্ণালু চোখের বিদগ্ধ পাতায় স্মৃতিরা সাড়ম্বর কবেই শুকিয়ে গেছে অশ্রু চোয়ানো বেওয়ারিশ লোনা জল, বুকের ভেতর বয়ে যাওয়া বেসামাল উত্তাল ঢেউ মিশে গেছে বার্তাহীন ছেঁড়া পথে। জানি না,সে এখনও আষাঢ়ে বৃষ্টিতে ভিজে কিনা; মুঠোভরা…

  • নির্জলা-উপবাস
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    নির্জলা উপবাস, চন্দ্রমুখী, তোমার ভালোবাসা

    নির্জলা উপবাস ফজলুল হক   বৃষ্টি থেমে গেছে অনেক আগেই কার্ণিশে জল ঝরছে.. মন করিডোরের অন্ধগলির দেয়াল ভাঙা পথে নিমগ্ন ভাবনার দ্বারে শীস দিয়ে যায় ধূসর স্মৃতিরা। রাত্রির আকাশে হেঁটে হেঁটে ইচ্ছেরা ক্লান্ত চাঁদের দূরত্ব রেখায় আঁকে ক্ষয়িত জীবনের আল্পনা। জানি না গন্তব্য কোথায় তবুও পথ খোঁজার শেষ নেই; অন্তর্গৃহে সুখের ছায়া স্পর্শে নয় মরা নদীর শূন্যতার শেষ ঠিকানা অবধি অবিশ্রাম তোমাকে খুঁজেছি, খুঁজেছি– গাঙচিল ওড়া উদার আকাশের নীচে বুড়িগঙ্গার জোয়ার জলে নায়তে আসা অজস্র রমনীর ভিড়ে। কী এক অদ্ভুত বাসনায় আচমকা গোত্র বদলে ফেলেছো বদলেছে উচ্ছ্বাস, তোমার আকাশেও ভিন্ন রঙের মেলা। হেঁসেলের ধোঁয়া, পোড়া মাটির গন্ধ তাল পাখার বাতাস–…

  • দাঁড়িয়ে-আছি-ভুল-দরজায়
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    দাঁড়িয়ে আছি ভুল দরজায়, প্রশ্ন তোমাকে

    দাঁড়িয়ে আছি ভুল দরজায় ফজলুল হক   রাত গভীর না হলে সমুদ্রের রহস্য যেন বোঝা যায় না, আমিও অপেক্ষায় ছিলাম অতঃপর ভোর হয় সূৃর্যের আলো গায়ে ফোটে তখন বুঝতে পারি আমিও যে বেঁচে আছি। সময় হারিয়ে যায় ভালোবাসায় মেঘ জমে অবেলায় চোখও হারিয়ে ফেলে নির্ভার চেয়ে থাকার অধিকার; অজানা ঝড়ে অভিন্ন ঠিকানাও বয়ে চলে ভিন্ন পথে, তবুও ভৌগলিক সীমানার গণ্ডি পেরিয়ে ভালোবাসা ডেকে যায় চেনা সুরে ভুল মানুষের ভুল দরজায়। ফিরিয়ে নিলাম কথা নিয়তির নিয়ম মেনে তোমাকে আর ভাববো না, ওষ্ঠে আগুন জ্বালিয়ে বেদনার অশ্রু শুকিয়ে নিব, হৃদয়ে পাথর চেপে অনুভূতিকে শ্বাসরুদ্ধ করে রাখব আমৃত্যু চোখে বেঁধে রাখব কালো কাপড়;…

  • আত্মবিরহ
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    আত্মবিরহ; ভোর হয়,আবার অন্ধকার নামে

    আত্মবিরহ ফজলুল হক   বাতাসে দীর্ঘশ্বাস কেটে গেলো হৈমন্তিক পূর্ণিমা রাত, প্রেমহীন নগর প্রাচীরে ভোরের অপেক্ষা খাঁচাবন্দী সূর্যটা উঁকি দিয়ে যায় আঁধারের চাদর সরিয়ে, মনের দেয়ালচিত্রে ভেসে ওঠে স্বপ্ন ভাঙার কতো যে বিবর্ণ ছবি! এ যেনো ওবেলার নিখাদ ভালোবাসার নিস্ফল আত্মসমর্পণ। বেখেয়ালি বাতাসের ঝাপটায় ভেঙে পড়ে বিশ্বাসের ঘর অবিশ্বাসের ঝর্ণা জলে ভেসে যায় প্রেমালংকারে গড়া স্বপ্নতরী বৃথাই চেয়ে থাকে কিছু প্রাণ ব্যথার রক্তাক্ত দেয়ালে পরাজিত ক্লান্ত মানুষের মতো, যেখানে ভোরের আলো ফোটে না স্বাভাবিক নিয়মে সূৃর্যও ওঠে না প্রত্যাশার সূচনা সংগীত নিয়ে; মিষ্টি অনুভূতিগুলো শুধুই অভিসার খোঁজে বিরহের রং তুলিতে আঁকা অন্ধকারের গভীরে, এর নামই হয়ত ডুবতে ডুবতে বেঁচে ফেরা।…

  • নিরবতার-খোলস-ভেঙে
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    নীরবতার খোলস ভেঙে, উন্মুক্ত হলো বৃত্তাবদ্ধতা

    নীরবতার খোলস ভেঙে  ফজলুল হক   ভাবনার অভিপ্রায়ে মনের গহীনে বড্ড খচখচে ব্যথা অনুভূত হয় থেমে থেমে বহ্নিশিখার মতো জ্বলে সেতো অহর্নিশ। আমি জীবিতও নই,মৃতও নই ডুবেডুবে ভেসে থাকা প্রাণহীন এক প্রাণ তবুও আমায় উঠালে চিতায়! আমি নিষ্পাপ নই,অপরাধীও নই লুণ্ঠিত তোমার মন আমার হৃদয়ের ছোঁয়ায়,এটুকুই অপরাধ! তাইতো আজ বিচারের মুখোমুখি। চেয়ে দেখো সেই স্বপ্নপথ,স্বপ্নের সিঁড়ি বেয়ে স্মিতহাস্য স্বপ্নেরা আজ কতো মলিন দ্বিধা আর দ্বন্দ্বে, তবু যেনো ওষ্ঠের কাছাকাছি স্বপ্নের কপোল শুধুই অপেক্ষা ছুঁয়ে যাওয়ার। আমি কিশোর নই,বৃদ্ধও নই যৌবনের বেড়াজাল ছিন্ন করা এক অভিযাত্রী, জোয়ারের বিপরীতে যার এখনও অবাধ সাঁতার হাজারো জরা-যন্ত্রণায় এখনও যে সতেজপ্রাণ, তবুও মনের আঙিনায় খটখটে…

  • সময়ের-স্মারকলিপি
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    সময়ের স্মারকলিপি, হালচাল

    সময়ের স্মারকলিপি ফজলুল হক   আজকাল মুঠোফোন আমাকে তেমন ব্যস্ত করে না, সময়ের বিষন্ন প্রচ্ছদ এখন নিত্যদিনের অবসর সঙ্গী। মাঝরাতে ভরা জোছনায় জানালার পাশে বৃদ্ধ ডুমুর গাছটির দিকে অপলক চেয়ে থাকি রাতজাগা পাখিদের সরবতা আর সেরকম দৃষ্টি কাড়ে না; স্বপ্নভ্রষ্ট রাত নীরব আকাশ ঘিরে একটু একটু করে ক্ষয়ে যায় ক্লান্ত চোখের পাতায়; পরিণীতা,সহস্ররাত অপেক্ষার শেষ গল্পটা তোমাকে শোনানো হলো না। সময় এক অদ্ভুত যাদুকর তবুও তোমাকে ভুলতে দেয় নি, যখন একাকিত্ব আমাকে ঘিরে ধরে তখন অগত্যা নিজের গায়ে বন্ধকী ঘ্রাণটুকু আস্বাদন করি, হাত দুটো বারবার দু’চোখের সামনে মেলে ধরি এ হাতেই মাথা রেখে নির্ভার কাটিয়েছো অনেকটা সময়। হৃদয়কাড়া আঁখি, চুলের…

  • ফাগুন-শ্রাবণ
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    ফাগুন শ্রাবণ, রোদনের নীলজল, ভালবাসা সন্তর্পণে

    ফাগুন শ্রাবণ ফজলুল হক   কী সোনা ফলা কপাল তোমার! যেখানেই হাত ছোঁয়াও, গোলাভরে স্বপ্ন-ফসলে। যেদিকে দৃষ্টি মেলো, নিমিষেই হয়ে যাও প্রশান্ত নদী রসিক মাঝি ভিড়ায় নাও অনুরাগে; যে পথেই হেঁটে যাও বেঢপ শব্দে হয়ে যাও সবুজ অরণ্য, বাহারী পাখিদের কলকাকলিতে আচানক মুখরিত হও প্রাণের উচ্ছ্বাসে। তোমার আঙিনায় বসন্তের সোঁদা গন্ধ ছড়ানো পরাগ খোঁজে রঙিন প্রজাপতি; আমার ফাগুন চোখে শ্রাবণধারা ফুল ঝরা দিন। ভেবে ভেবে এই অতুল তোমাকে, দিনের ক্লান্তিশেষে আযানের অমোঘ সুরে ভেসে আসে প্রার্থনা-সন্ধ্যা আর ফেলে আসা প্রজাপতি দিন! বালুচর কপাল আমার বপন করি স্বপ্নের বীজ ফলে দূর্বাঘাস। অদিতি,তোমাকে আর হিংসে হয় না আমি এক অভ্যস্ত চাষী। আরও…

error: Content is protected !!