শীতার্ত, ফায়ার ফাইটার সীতাকুণ্ড
শীতার্ত
রাফিয়া লাইজু কিলিজ
তোমরা যারা দালান কোঠায় কিংবা অট্টালিকায় থাক
তারা কি কখনও আমাদের খোঁজ রাখ?
অপরিচ্ছন্ন-জীর্ণশীর্ণতায় বসবাস
প্রতিনিয়ত তুচ্ছ-তাচ্ছিল্য ভরা হেয়তায় ভাসমান
একটু আশ্রয়, একটু খাবারের জন্য কত যুদ্ধ করতে হয় রোজ!
কখনও ফুটপাতে, কখনও ওভার ব্রিজের নিচে, বস্তিতে…
কখনও বা স্টেশনের প্ল্যাটফরমে কিংবা ঝুঁকিপূর্ণ রাস্তার ধারে…
ক্ষুধার তাড়নায় কখনও বা তোমাদের উচ্ছিষ্টের খোঁজে ডাস্টবিনে…
আবার কখনও বা আবর্জনার স্তূপে….কুকুরের সাথে সন্ধি!
ক্যান পানীয় বোতল-প্লাস্টিক বা পরিত্যক্ত জিনিস টোকাই বলে…
তোমরা যারা আমাদের নাম দিয়েছ টোকাই…
হ্যাঁ, আমরা গৃহহীন-বস্ত্রহীন জীবিকার দুর্ভাবনায় জর্জরিত।
একটু আশ্রয়, একটু উষ্ণতার খোঁজে
বহুল কাঙ্ক্ষিত…উৎকণ্ঠিত দৃষ্টিতে…
সূর্যের তীব্রতার অপেক্ষায় দিন শুরু হয়
কুয়াশার চাদর না সরলে দিন যায় দুর্বিষহ কষ্টে।
তোমরা যারা শীতে বাহারি ফ্যাশানের পোশাক পরো…
রুম হিটারে আরাম-আয়েশে দিন পার করো…
তারা কী কখনও ভেবে দেখেছ?
আমাদের দিন যায় কেমন করে?
প্রতিনিয়ত ব্যর্থ চেষ্টা শীত নিবারণে…
খোলা আকাশের নীচে, হিম শীতল বাতাসে…
আবার কখনও শৈত্য প্রবাহে ছেঁড়া বস্ত্র পরিধানে!
শীতার্ত…শীতে কাতর রোজ
বিশাল জনসমুদ্রের মাঝে…
হাতে গোনা ক’জন…
মাত্র ক’জন রাখে খোঁজ!
আরও পড়ুন কবি রাফিয়া লাইজু কিলিজের কবিতা-
ভালোবাসা
ফায়ার ফাইটার সীতাকুণ্ড
ফায়ার ফাইটার সীতাকুণ্ড
এ যেন ভিসুভিয়াসের অগ্নুৎপাত!
নিমিষেই সব ছারখার করে দিতে উদ্বুদ্ধ উন্মাদ;
আকাশে বাতাসে বিস্ফোরিত বিষাক্ত ধোঁয়া
চলে নিয়ন্ত্রণহীন হাইড্রোজেন পার অক্সাইডের ভয়াবহতা;
শ্বাসরুদ্ধকর করুণ পরিণতির শিকার যারা
ভাষাহীন, নির্বাক দৃষ্টিতে, হৃদয়ে স্রোত ধরা!
মানবতার ফেরিওয়ালার এখনও আছে রেশ
যে কাঠামোতে দাঁড়িয়ে আছে দেশ;
তাঁদের জন্যই সুশীল সমাজের ভারসাম্যতা
অন্তর থেকে আসে চোখে জল, ভক্তি-শ্রদ্ধা;
জীর্ণশীর্ণ দেশের রত্নাকরের অংশ যত
ভিড় করেছে তাঁরা, স্বেচ্ছায় রক্ত দানে ব্রত!
কেউ বা ফ্রিতে ডোনার আনায় ব্যস্ত
কেউ বা আবার ঔষধ-খাদ্য-সামগ্রী আনছে উদয়াস্ত;
দূর্বিষহ পরিবেশে সব যখন শেষ, লণ্ডভণ্ড
দিন শেষে পরম পাওয়া, অমুক গ্রুপের রক্ত আকুতি কণ্ঠ;
শত স্যালুট তাঁদের বিবেকের কাছে পরাস্ত দৈনতা
শেখার আছে, জানার আছে, ফেলে হীনমন্যতা!
ফায়ার ফাইটারগণ
শাকিল-মিঠু-মনিরুল-রিপন-রানা
আরও শতাধিক আহতের কাতারে নাম নাই তাদের জানা!
শেষ হয়ে গেল, আয়-রোজগারের একমাত্র অবলম্বন সন্তান
সেই সাথে শেষ হলো, কত স্বপ্ন, কত আশার সোপান!
বিনম্র শ্রদ্ধা অসময়ে যাঁদের জীবনের অবসান
তাঁরা অমর, তাঁরা শহিদ, তাঁরা মাহিয়ান।
আরও পড়ুন কবিতা-
রূপসী বাংলার কবি
জীবন বোধ
নীলপদ্ম
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
শীতার্ত