যে চাওয়া ভুল, যে প্রেম আমাকে কাঁদায় ।। কবিতা ।। কে এম আশরাফুল ইসলাম
যে চাওয়া ভুল
তার ভালোবাসা ছিল
জীবনের আশা সুখ-দুখের পাখি,
রচিতে বাসা
প্রণয় পরশে মিলনে দু’জনার আঁখি।
রবো দু’জনায়
পরম মমতায় শপথের অটুট বন্ধন,
সতত চেনায়
হারাব অজানায় যদিও আসে মরণ!
বসিয়া পাশে
একান্ত ভালোবেসে ফুটিত কথার ফুল,
প্রণয় আবেশে
হারাতাম সতত হইয়া মোরা ব্যাকুল।
কেমনে সময়
বিজলি চমকে বয় বেখেয়ালি মান্স,
আসক্ত রয়
অর্পিত হিয়া পাইয়া যৌবনের পরশ।
ভ্রান্ত ভাবনা
করিনি দু’জনা অবিনাশী কামনায়,
একই ঠিকানা
একই নিবাসে হারাব মোহনায়।
হায় ভালোবাসা
করিয়া সর্বনাশা ছলনা লেখে জয়,
অনন্ত পিপাসা
মরু সাহারায় মরীচিকা কথা কয়।
সেই চেনা
ঘোমটায় আপনা নিঃশব্দে চলে পথ,
রই অজানা
ভুলে পাওয়া মন ভুলে করা শপথ!
যা হারাই
তাহাই চাই, যে চাওয়া হয়তো ভুল,
কেন পাই
কাফনে কফিনে ঝরে যাওয়া ফুল!
সকরুণ আঁখি
পোষ মানা পাখি মরমের যাতনায়,
বুকেতে রাখি
স্মৃতিতে অমলিন চির ভাবনায়!
আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের কবিতা-
স্মৃতির পাতায়
বেদনার কূলে কূলে
প্রতীক্ষায় আছি
যে প্রেম আমাকে কাঁদায়
যাযাবর জীবন
কে হয় আপন খুঁজে পাওয়া ভার,
অবাক ভুবন
অপলকে দেখে কে তুমি কার উপহার?
ভালোবাসো যারে
কাঁদিয়ে তারে লুকাও অজানায়,
বেদনার তীরে
তোমাকেই স্মরিয়া হারাই সে মায়ায়!
চাঁদের জোসনা
মায়ার ঠিকানা মায়ার চাঁদরে ঢাকা,
দেয় যাতনা
শারদীয় পরী বালুচরের মরীচিকা!
পুষ্প বিপণি
সাজিয়ে আপনি তুমি কি সেই ফুল,
দৃষ্টি নন্দিনী
খুলে অবগুণ্ঠন আমায় করো আকুল?
শুধু কি আমায়
পসরা মায়ায় অগণন তারকা দেখে,
ভোলে ভুলায়
রঙধনু লীলায় আমাকে রাখিতে শোকে!
পরম সুখি
তুমি সেই পাখি উড়িলে শ্যেনের ডানায়,
তৃষিত আঁখি
অসহায় ফানুসে হারায় অসীম নীলিমায়।
অযুত আশা
বাঁধিলো বাসা তোমাকেই কেন্দ্র করে,
সর্বনাশা
সঙ্গী আমার তুমি অন্যের নীড়ে!
শেষ দান
ছলনায় পেরেশান অশ্রু আমার সাথি,
করি সম্মান
নির্জন আবেশে ঋতু-চক্রের নিয়তি!
১৪-০২-২০২১, রবিবার; তালিমনগর
আরও পড়ুন কবিতা-
প্রজ্বলিত স্মৃতি
অভিযান
পাহাড়ি ললনা