ভালোবাসি যারে, কবি ওমর আলী
ভালোবাসি যারে
ভালোবাসি যারে পাইনিকো তারে
এই পৃথিবীর মাঝে,
তাই ঘুরি ফিরি এখানে-সেখানে
মন বসে নাকো কাজে।
জানি আমি কি যে করিয়াছি ভুল,
তাই বাগিচায় ফুটিল না ফুল,
গাহিল না গান পাখি
না পেয়ে তোমায় কী করে ঘুমায়
আমার তৃষিত আঁখি?
তুমি ছিলে মোর নয়নের মনি
তোমার কথা ভাবি যখনি
মন কাঁদে বারে বার,
মানে না বারণ, কাঁদে সারাক্ষণ
কী করিব আমি তার?
জান না তোমাকে কত ভালোবাসি,
তাই শত বার ফিরে ফিরে আসি,
তোমাকে দেখার ছলে,
তোমার বিহনে বিরহ অনল ধিকি-ধিকি বুকে জ্বলে।
কিভাবে বল থাকিব দাঁড়ায়ে?
পাগল হয়েছি তোমাকে হারায়ে
একুশ বছর আগে,
আজও নিশিদিন পরানে আমার প্রেমের পরশ জাগে।
ভেসে ওঠে যবে হাসি মাখা মুখ,
ক্ষণিকের তরে কেটে যায় দুখ,
পুলক জাগে প্রাণে,
ব্যথা নিয়ে তাই কবি হতে চাই
তোমার প্রেমের দানে।
জানি না কবে হবে আর দেখা,
সব কথা কব যদি পাই একা,
চলিতে পথে ঘাটে,
শুনিতে চাওনি কিভাবে আমার জীবনের দিন কাটে।
কত কথা কয় এ পাগল দেলে,
এই বুঝি তুমি হাসি দিয়ে এলে,
আমার গৃহের দ্বারে,
এ দুটি নয়ন খোঁজে অকারণ
হারিয়ে ফেলেছি যারে।
ভাবিতে ভাবিতে চোখে আসে জল,
হারিয়ে ফেলেছি শরীরের বল,
আর কত কাল ভাববো?
তোমারে নিয়া রচনা করেছি বেশ বড় মহাকাব্য।
সুখী হও তুমি তোমার ঘরে
আলো থাকে যেন জীবন ভরে
রইল আর্শীবাদ,
কোনদিনও শেষ হবে নাকো বুঝি
আমার আর্তনাদ।
আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
প্রেমের পরশ
ভালোবাসা রঙ পাল্টায়
কবি ওমর আলী
কবি ওমর আলীর বাড়ি, পদ্মা নদীর ধারে,
গ্রাম কোমরপুর,
শহর থেকে নয়তো বেশি দূর।
নানান পাখি ডাকছে ডালে ক্লান্ত বিকেল বেলা,
যেনো পাখির মেলা।
সবুজ ঘেরা গ্রামের পাশেই নদী,
কলকলিয়ে ছুটছে নিরবধি।
পথের ধারেই কবির ভবন খানি
ঝুলছে লেখা কবির অমর বাণী।
কবি এখন শয্যাশায়ী বন্ধ মুখের ভাষা,
কাঁদছে যেন কবির ছোট্ট বাসা।
সবার কথাই বোঝেন কবি, বলতে পারেন না,
কবির ব্যথায় কাঁদছে তাঁহার গাঁ
কবির লেখা পড়ে দেখি সত্যি অপরূপ,
কাব্যরা সব ঘুমিয়ে আছে, কবিতারাও চুপ।
কবির চোখে ঝরছে অশ্রুধারা,
কারো ডাকে দেয় না তেমন সাড়া,
কবি হয়তো বুঝে গেছেন জীবন তাহার শেষ,
ছাড়তে হবে ভবের মায়া, সোনার বাংলাদেশ।
(কবি ওমর আলী ২০১৫ সালের ৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ষাট দশকের
রোম্যান্টিক কবি ওমর আলী তাঁর রচিত প্রেমের কবিতাসমূহের জন্য বিখ্যাত)
আরও পড়ুন কবিতা-
প্রকৃতিতে হবো লীন
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
ভালোবাসি যারে