ফাগুন এসেছে, আমি পথ হারা
ফাগুন এসেছে
এসেছে ফাগুন
লেগেছে আগুন
শিমুলের ডালে ডালে,
দখিনা বাতাস লাগিল আসিয়া
রঙিন প্রেমের পালে।
এমন হয়নি আগে,
কেন যে এমন লাগে,
বলিও দখিন হাওয়া,
সবই আমার শূন্য লাগে
কিছুই হয়নি পাওয়া।
ফাগুন দিনের পাখি,
আমারে দেয় ফাঁকি,
ডাকে কোন সে দূরে,
ব্যথার বাঁশি গভীর নিশিতে
বাজে করুণ সুরে।
এমন মধুর রাতে
সঙ্গী নাই যে সাথে
গাহিতে আসে না গান,
বিরহ ব্যথায় কাঁদিয়া মরি
বিষিয়া উঠেছে প্রাণ।
আমি তোমাকে চাই
কোথায় তোমাকে পাই
এই ভাবি মনে মনে,
ভাবিতে ভাবিতে তপ্তাশ্রু জমে
দুটি আঁখি কোণে।
আমি তোমাকে ছাড়া
হয়েছি পাগল পারা
এমন ফাগুন দিনে,
কি করে বল কাটিবে নিশি
তোমার পরশ বিনে?
পরাণ যে কত কাঁদে
কোন সে অপরাধে
তোমায় হারাই আমি,
অন্য কিছুই চাই না আমি
হোক না যতই দামি।
আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
আমার গানের পাখি
ভালোবাসি যারে
আমি পথ হারা
তোমাকে যে ছাড়া
আমি পথ হারা
পথে পথে তাই ঘুরি,
জানি না কখন
চোরের মতন
মনটা করেছ চুরি।
সেদিনের কথা
মনে কত ব্যথা
কাঁটার মতন ফোটে,
তবু কেন মন
কেঁদে সারাক্ষণ
তোমার চরণে লোটে?
কত না যে প্রীতি
মধুর সে স্মৃতি
মধুর মতই লাগে,
ফোটেনি বকুল
গন্ধে আকুল
আমার কুসুম বাগে।
তোমার লাগিয়া
রাত্রি জাগিয়া
পথ চয়ে বসে থাকি,
জান না সজনী
হাজার রজনী
কেঁদে মরে দুটি আঁখি।
পথ হারা আমি
বলে দাও স্বামী
কোথায় রয়েছে চাঁদ,
আটিয়া ফন্দি
করেছে বন্দী,
পাতিয়া প্রেমের ফাঁদ।
ভুলে যেতে চাই
সব ভুলে যাই
যতই প্রতিজ্ঞা করি,
তুমি তলে তলে
কোন যাদু বলে
বাঁধ মোরে সুন্দরী?
কত কাল ধরে
যাদু টুনা করে
আমায় রাখিবে বলো?
পথে পথে খুঁজি
এই এলে বুঝি
আমারে করিতে আলো।
কত হা হুতাশ
কত যে নিরাশ
প্রতিদিন আমি হই,
তবু কেন জানি
দিবস রজনী
তোমার আশেতে রই।
আর কত কাল
এভাবে মাতাল
থাকিতে আমাকে হবে,
কত কি যে ভাবি
আমার সে দাবি
পুরণ হইবে কবে?
যদি নাহি পাই
কোথা পাব ঠাঁই
পান্থ-পথিক ভাবে,
কেটে যাবে দিন
বাজিবে না বীণ
আর কি তোমারে পাবে?
বুকে কত আশা
দিয়ে ভালোবাসা
তোমাকে রাখিব পাশে,
আমার জীবন
দেখছি এখন
ভরিল দীর্ঘশ্বাসে।
আরও পড়ুন কবিতা-
অন্তরালে
কবির পান্ডুলিপি
ভালোবাসার সুখ
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে
ফাগুন এসেছে