প্রার্থনা
প্রার্থনা
জাহাঙ্গীর পানু
হে মহীয়ান হে গরিয়ান,
দিয়েছ তুমি মোদের সর্বশ্রেষ্ঠের সম্মান।
সৃজিলে তুমি মোদের শূন্য এ ভবে
রক্ত মাংস পিণ্ড দ্বারা শুরু মাতৃগর্ভে।
পাপ পঙ্কিলতায় ভরা মোদের ভুবন
তোমার অনুগ্রহ ছাড়া বৃথা এ জীবন।
হে অতিশয় ক্ষমাশীল, হে পরম দয়ালু
বিতাড়িত ফেরেশতা হতে দূরে রাখিও।
বিশাল এ বিশ্ব ব্রহ্মান্ডের
মিছে মায়া হতে,
অর্থলোলুপ দৃষ্টি ভঙ্গি মুছে দাও
এ মন থেকে।
তুমি দাতা তুমিই ত্রাতা সর্বেসর্বা
ক্ষমতা তোমার,
ভুলেও যেন না করি কোনো কিছুতেই কাউকে
তোমার অংশীদার।
হিংসা বিদ্বেষ অহংকার হৃদয়ে যেনো
কখনো হয় না ঠাঁই,
তোমার দয়া আশীর্বাদ ক্ষমা মোরা
সর্বদা যেন পাই।
পৃথিবী একটি পরীক্ষাগার
পাঠক্রম তোমার বাণী,
তোমার করুণা ছাড়া
জীবন হবে গ্লানিত।
আমরা সবাই তোমার সৃষ্টি
সদাই তোমাকে ডরি,
রাসূলের অনুসারী মোরা তাঁর
শাফায়াত কামনা করি।
ভালো কাজ করে যাবো জীবনের ধর্ম
মঞ্জুর করিও তুমি যত করি সৎ কর্ম।
সদা সর্বদা প্রার্থনায় করি তোমাকে স্মরণ,
ক্ষমা তুমি না করে মোদের দিও না মরণ।
আরও পড়ুন কবিতা-
একমুঠো রৌদ্র
রহস্যের সন্ধান
লাল সূর্যটা নাও
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে
প্রার্থনা