প্রার্থনা
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

প্রার্থনা

প্রার্থনা
জাহাঙ্গীর পানু

 

হে মহীয়ান হে গরিয়ান,
দিয়েছ তুমি মোদের সর্বশ্রেষ্ঠের সম্মান।
সৃজিলে তুমি মোদের শূন্য এ ভবে
রক্ত মাংস পিণ্ড দ্বারা শুরু মাতৃগর্ভে।

পাপ পঙ্কিলতায় ভরা মোদের ভুবন
তোমার অনুগ্রহ ছাড়া বৃথা এ জীবন।
হে অতিশয় ক্ষমাশীল, হে পরম দয়ালু
বিতাড়িত ফেরেশতা হতে দূরে রাখিও।

বিশাল এ বিশ্ব ব্রহ্মান্ডের
মিছে মায়া হতে,
অর্থলোলুপ দৃষ্টি ভঙ্গি মুছে দাও
এ মন থেকে।

তুমি দাতা তুমিই ত্রাতা সর্বেসর্বা
ক্ষমতা তোমার,
ভুলেও যেন না করি কোনো কিছুতেই কাউকে
তোমার অংশীদার।

হিংসা বিদ্বেষ অহংকার হৃদয়ে যেনো
কখনো হয় না ঠাঁই,
তোমার দয়া আশীর্বাদ ক্ষমা মোরা
সর্বদা যেন পাই।

পৃথিবী একটি পরীক্ষাগার
পাঠক্রম তোমার বাণী,
তোমার করুণা ছাড়া
জীবন হবে গ্লানিত।

আমরা সবাই তোমার সৃষ্টি
সদাই তোমাকে ডরি,
রাসূলের অনুসারী মোরা তাঁর
শাফায়াত কামনা করি।

ভালো কাজ করে যাবো জীবনের ধর্ম
মঞ্জুর করিও তুমি যত করি সৎ কর্ম।
সদা সর্বদা প্রার্থনায় করি তোমাকে স্মরণ,
ক্ষমা তুমি না করে মোদের দিও না মরণ।

আরও পড়ুন কবিতা-
একমুঠো রৌদ্র
রহস্যের সন্ধান
লাল সূর্যটা নাও

 

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

প্রার্থনা

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!