পৃথিবীর-মন-ভাল-নেই
কবিতা,  সাহিত্য

পৃথিবীর মন ভালো নেই

পৃথিবীর মন ভালো নেই

শাহানাজ মিজান 

 

পৃথিবীর মন ভালো নেই, স্তব্ধ আজ জোনাক জ্বলা রাত্রি।
ভ্রমরের গুঞ্জনে মূখরিত ছিলো যে পথ,
অসহায় দৃষ্টিতে শুধু চেয়ে থাকি, এ পথের শেষ কোথায়?
ক্লান্ত ঘড়ির কাটা, ক্লান্তিহীন ঘুরছে।

 

কতো কতো ইচ্ছে গুলো উকি দিয়ে যাচ্ছে বারে বার।
কতো কথা, কতো ব্যাথা মনে মনেই খেলছে লুকোচুরি।
দিগন্ত বিস্তৃত হলুদ শষ্য ক্ষেত, সেখানেও অন্তহীন নিঃসঙ্গতা
স্বার্থপর পৃথিবীতে পর হয়েছে, যে ছিলো আপন সহযাত্রী।

 

শ্রাবণ আকাশের লুকোচুরি খেলা রোদে,

কিংবা হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভেজা হয়নি বহুদিন।
আজো আকাশে ছিলো, জোছনার মাখামাখি।
দুজন দুজনের হাত ধরে দাঁড়াতে পারিনি, ছাদের ঐ কার্নিশে

 

ঊষর পৃথিবী, ধূসর ধোঁয়ায় আচ্ছন্ন।
অথচ- সমুদ্র বালুতটে গড়ে উঠেছে,

পোকামাকড়ের নতুন ঘর বসতি।
গুল্ম লতাটাও আজ বড় ব্যস্ত, বাধাহীন মেলেছে নতুন ফুল কুড়িঁ।

 

নিষেধাজ্ঞার বেড়াজালে স্থবির শুধু মানব জীবন।
একি, ঘুণে খাওয়া মনুষ্যত্ত্ব আর মূল্যবোধ হারানো সমাজের বুকে,

অদৃশ্য চাবুকের নির্দয় কষাঘাত?
একি, মানবের দূর্ভাগ্য নাকি প্রকৃতির নিরব প্রতিশোধ?

 

চারিদিকে প্রিয়জন হারানোর আর্তচিৎকার।
নয়ন ভরা তপ্ত অশ্রুতে ভিজে গেছে প্রশস্ত বুক।
উত্তাল ঢেউ ভাঙা জাহাজ, আজ হারিয়ে ফেলেছে গতিপথ,
দিশাহীন নাবিক মাস্তুল ধরে শুধু চেয়ে আছে, সীমাহীন আকাশের দূর সীমানায়।
ক্ষমা করে দিন হে প্রতিপালক।

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

পৃথিবীর মন ভালো নেই
Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!