দাঁড়িয়ে-আছি-ভুল-দরজায়
কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

দাঁড়িয়ে আছি ভুল দরজায়, প্রশ্ন তোমাকে

দাঁড়িয়ে আছি ভুল দরজায়
ফজলুল হক

 

রাত গভীর না হলে সমুদ্রের রহস্য যেন বোঝা যায় না,
আমিও অপেক্ষায় ছিলাম
অতঃপর ভোর হয়
সূৃর্যের আলো গায়ে ফোটে
তখন বুঝতে পারি আমিও যে বেঁচে আছি।
সময় হারিয়ে যায়
ভালোবাসায় মেঘ জমে অবেলায়
চোখও হারিয়ে ফেলে নির্ভার চেয়ে থাকার অধিকার;
অজানা ঝড়ে
অভিন্ন ঠিকানাও বয়ে চলে ভিন্ন পথে,
তবুও ভৌগলিক সীমানার গণ্ডি পেরিয়ে
ভালোবাসা ডেকে যায় চেনা সুরে
ভুল মানুষের ভুল দরজায়।

ফিরিয়ে নিলাম কথা নিয়তির নিয়ম মেনে
তোমাকে আর ভাববো না,
ওষ্ঠে আগুন জ্বালিয়ে বেদনার অশ্রু শুকিয়ে নিব,
হৃদয়ে পাথর চেপে অনুভূতিকে শ্বাসরুদ্ধ করে রাখব
আমৃত্যু চোখে বেঁধে রাখব কালো কাপড়;
যদি কিছু থাকে অবশেষ
পুড়িয়ে ফেলো তা সঙ্গোপনে।
ভালোবাসার রোদে দিঘল পথ পেরিয়ে কুড়িয়ে পেলাম শূন্য সঞ্চয়
সব রঙ মুছে গেল হেমন্তের গোধূলি বেলায়।
ভুলে গিয়ে আমিও সুখ খুঁজে নিতে পারি,
এও শিখেছি অশ্রু মুছে কীভাবে পাথর হতে হয়।
ভুল দরজায় দাঁড়িয়ে তবুও বলছি,
ভুলে যাওয়ার শপথ নিয়েও
বারবার তোমাকেই ভেবেছি।

আরও পড়ুন ফজলুল হকের কবিতা-
ফাগুণ শ্রাবণ
নিরবতার খোলস ভেঙে
সময়ের স্মারকলিপি
প্রশ্ন তোমাকে

তৃষ্ণার্ত চিবুক বেয়ে রাত্রি ঝরে যায়
জীবন দিঘিতে সরব আজও নীল পদ্ম,
মৃত সবুজ ছুঁয়ে আছে চৈত্রের চৌচির মাটি
বাকরুদ্ধ প্রেম এখন নিরুপায় অশ্রু ঝরায় ক্লান্ত মনের বারান্দায়।
তুমি আর বিক্ষুব্ধ নও বর্ষার নদী যেমন
নেই তেমন ক্ষুধা-তৃষ্ণা বিরহের মতো,
তাড়িয়ে দিয়েছ উদাস দুপুর
বরণডালা ছুঁয়ে শপথের ক্ষণে।
ভালোবাসার বয়স বাড়ছে
ক্রমশ দূরে চলে যাচ্ছে অপেক্ষার পথ,
সুখ-ছন্দের খেলায় তোমার দিন যায়,মাস আসে
বছরও শেষ হয় শেষ না হতেই
শেষ হতে চায় না শুধু আমার ব্যথাতুর রাত।
বইছে শহুরে বিষাক্ত বাতাস
প্রেম এখন বিষবৃক্ষের ডালপালা
আঘাতের নীল বিষে খুলে পড়ছে ভালোবাসার পলেস্তার।
পথ আছে,বদলেছে পথের ধারা
তুমি আছ,প্রকারান্তে বদলেছে তোমার অভিলাষ;
বিস্মিত হও বারবার
যতবার বলি অবিচল ভালোবাসি তোমাকে।
লাভ-ক্ষতির হিসেব নাইবা করলে
মনের তল্লাশিচৌকিতে নিমগ্ন যাকে খুঁজে পাও
সে কী প্রেম নয়?
নাকি ভালোবেসেও মঞ্চস্থ করো
ভুলে যাওয়ার ধূসর পাণ্ডুলিপি?

আরও পড়ুন কবিতা-
জগা ও পিসি
কবি ও কবিতা
শিকড়ের আঘাত

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

দাঁড়িয়ে আছি ভুল দরজায়

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!