আষাঢ়-শ্রাবণ
কবিতা,  খোন্দকার আমিনুজ্জামান,  সাহিত্য

আষাঢ় শ্রাবণ, জ্যোৎস্না, তুমি ছাড়া, ভরে যায় মন

আষাঢ় শ্রাবণ

খোন্দকার আমিনুজ্জামান

 

আষাঢ় শ্রাবণ প্রকৃতিতে প্রাণের নতুন স্পন্দন
বাদল বসন্তে অন্তরে তার আহা কতো নন্দন।

প্রকৃতির সন্তানেরা এখন বাধাহীন উচ্ছ্বল আনন্দে
মেঘ বৃষ্টি রোদের সাথে ওরা খেলছে গো মহানন্দে
দেখে দেখে উন্মনা হয়ে যায় মন।

প্রকৃতি হাসলে চলে আসে হাসি
প্রকৃতিকে আমি হার্দিক ভালোবাসি
প্রকৃতিতে ডুবে মন পকেটে আমি মুগ্ধতা করি আহরণ।

আষাঢ় শ্রাবণ প্রকৃতির নতুন আবাহন
ও তার রঞ্জনে ভরে যায় মন মনন
প্রকৃতির সাথে এ এক অমর বন্ধন।

আরও পড়ুন খোন্দকার আমিনুজ্জামানের কবিতা-
ভালোবাসার গ্রাম
হৃদয় ভেঙে যায়
কবি ও কবিতা
দেশের  মাটি

 

 

জ্যোৎস্না

এই মন বার বার ছুটে যায় গ্রাম বাংলায়
সেথায় অপার মুগ্ধতায়
চাঁদের সাথে হাঁটি আমি মাতাল জ্যোৎস্নায়।

স্বচ্ছ জলে চাঁদ দেখে আমি কতো কী বোলাই
ঢিল ছুড়ে চাঁদকে আমি দোল দোল দোলাই
জলে চাঁদ আহা কতো মায়াময়।

ধূলি ধুসিরত শহরে বিবর্ণ চাঁদে মন বিষণ্ন হয়ে যায়
নির্মল আকাশে চাঁদকে দেখতে মন গ্রামে ছুটে যায়
আকাশ ভেঙে পড়া জ্যোত্স্না গ্রামে পাওয়া যায়।

পালতোলা নৌকা দেখি আমি ভরা পূর্ণিমায়
ধানখেতে জ্যোত্স্না আহারে কতো মায়াময়।

গ্রামে নানা রূপ রসে জ্যোত্স্না হাসে
মন তাই জ্যোৎস্নারে বড়ো ভালোবাসে
আমি ব্যাকুল জ্যোৎস্নার সৌন্দর্য আকুলতায়।

 

তুমি ছাড়া

একে একে তাহা ছাড়া হয়ে গেছে সব অতীত তুমি ছাড়া
তোমার স্মৃতি এত মধুর লাগে কতো রাত তন্দ্রাহারা জানে তারা।

স্বপ্নে ভেসে অবশেষে চলে গেলাম তারার দেশে মিটি মিটি
হেসে হেসে তারা বলল, বন্ধু আছে বাংলাদেশে
দেশে এসে কবিতা গান লিখতে মনটা দিলো তাড়া।

হৃদয়ের পাতায় পাতায় লিখলাম কতো ছড়া কবিতা গান
আকাশে বাতাসে রটিয়ে দিলাম তোমার যত ভুল অভিমান।

বন্ধুর টানে পথপানে দিবানিশি চেয়ে রই
কবে হবে বন্ধুর দেখা মরা প্রাণে হই হই
আমি হবো দিশেহারা।

 

ভরে যায় মন

তোমাকে পেয়ে কী যে পেলাম
চাঁদ নয়, জ্যোৎস্নায় ভরে যায় মন।

কতো যে পড়লাম গদ্য পদ্য রবীন্দ্র-নজরুল
কতো যে দেখলাম নিত্য চিত্র মৌ আর জয়নুল
তবুও ভরে না এ মন, প্রাণরে তুই কান পেতে শোন।

কতো যে দেখলাম চন্দ্রতারা অনন্য নীল আকাশ
সমাজ রাজনীতি হয়তো করেছি কিছু বিকাশ
তবুও ফাঁকা রয়ে যায় মনের কোণ।

কতো যে মাতলাম গল্পে কল্পে সুর আর গানে
কতো যে মজলাম মেলা আর খেলায় প্রাণ জেগেছে প্রাণে
তবুও অপূর্ণ রয়ে যায় মন-এই তো তার বাঁধন।

আরও পড়ুন কবিতা-
বিবর্ণ স্বাধীনতা
উদাসী মন
অষ্টাদশী মন

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

আষাঢ় শ্রাবণ

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!