• নীল-কষ্ট
    কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

    নীল কষ্ট

    নীল কষ্ট জাহাঙ্গীর পানু   শুভ্র নির্মল ডানামেলা পাখির মতো আকাশে উড়িনি কখনো, শরতের শুভ্র সাদা মেঘ যেথায় ভেসে বেড়ায়। নদীর ঢেউয়ের কলতান শুনিনি কখনো হংস যুগল যেথায় আপন মনে ভেসে বেড়ায়। পুষ্পিতা, দুর আকাশের চাঁদকে কাছে পাওয়া হয়নি কখনো, সূর্য যাকে আপন মনে নিজের আলো বিলিয়ে দেয়। ছোয়া হয়নি আরো দুর আকাশের কোনো নক্ষত্রকে, আকাশ যাকে আপন মমতায় নিজের বুকে আগলে রাখে। তোমার স্পর্শে নদী তীরে পথচলা হয়নি কখনো শুভ্র বসনা কাশফুল যেখানে পাখিদের সাথে মিতালী করে। আমার ভালবাসার লাল গোলাপ পড়ন্ত বেলার রোদে শুকিয়ে গেছে। তোমার দেয়া ছলনার স্পর্শ আমি অনেক যত্নে নীল খামে জড়িয়ে রেখেছি। ফিরতি খামে…

error: Content is protected !!