• সেদিন-কি-আর-আসবে-কভু-ফিরে
    কবিতা,  পথিক জামান,  সাহিত্য

    সেদিন কি আর আসবে কভু ফিরে, তোমায় ভোলা সহজ নয়

    সেদিন কি আর আসবে কভু ফিরে পথিক জামান   ধানসিঁড়ি আর পদ্মা নদীর তীরে আসবে কি আর মধুর অতীত ফিরে, কাটবে কি আর রাখাল দিনের বেলা, হায়রে জীবন হায়রে মধুর স্মৃতি হায়রে আমার মধুর পল্লিগীতি হায়রে আমার পুতুল পুতুল খেলা। স্মৃতিকাতর মানুষগুলো ভাই বাল্যকালের জন্য কাদেঁ তাই মনটা আমার কেঁদে ওঠে ছোট্ট শিশুর মতো, মনটা বলে এমন হয়না কেনো জন্মে মানুষ বুড়ো হয়না যেন তাহলে কি দুঃখ অত হতো? ছবির মতো দিনগুলো যায় চলে কেউ ডাকে না মানুষ বৃদ্ধ হলে সেই তো সবার বৃদ্ধকালের জ্বালা, তারুণ্য যার ছিলো সারা অঙ্গে বেড়াতো সে কত রঙে ঢঙে নাতিরা কয় আসছে বুড়ো পালা…

error: Content is protected !!