• স্মৃতিতে-অম্লান
    কবিতা,  জহুরা ইরা,  সাহিত্য

    স্মৃতিতে অম্লান, বদল

    স্মৃতিতে অম্লান জহুরা ইরা   ওগো রফিক, শফিক, ছালাম, বরকত, জব্বার, মোদের স্বশ্রদ্ধ সালাম লহ লক্ষ হাজার বার। দেখিনি তোমাদের তবু মনে হয় কত না যুগের চেনা সকল কাজে কথার মাঝে, তোমাদের দান কভু ফুরাবে না। কে বলে তোমরা মরে গেছ? কে বলে পাশে নাই? আছ মনের গভীরে স্মৃতিতে, লেখনিতে পেয়ে বর্ণমালায় ঠাঁই। অ-আ-ক-খ বর্ণ দিয়ে যখন লিখি মনের কথা, প্রতি বর্ণ তোমাদের মুখচ্ছবি, হেসে বলে মোরা হেথা। গভীর আবেগে হৃদয়ের কথা, যবে লিখি কাগজের বুকে, তোমরাই যে সাহস যোগাও কালিতে মিশে থেকে। দুটি ঠোট ছুঁয়ে বেড়িয়ে আসা মনকাড়া সব ধ্বনি, সে ধ্বনি তোমরা তাই ঠোঁট ছুঁয়ে থাকে তোমাদের মুখখানি।…

error: Content is protected !!