-
ভালোবাসা রঙ পাল্টায়, শ্রাবণে
ভালোবাসা রঙ পাল্টায় পথিক জামান এখন কী দেখছি বর্তমান হালটায়, ভালোবাসাও রঙ পাল্টায়। প্রেম -পিরীতি ভালোবাসা রবে চিরকাল, ডিজিটাল ভালোবাসা করে নাজেহাল। বেশি রঙে রঞ্জিত হলে ভালোবাসা, ফিকে হয়ে যাবে সব কাঙ্ক্ষিত আশা। পথে ঘাটে দেখি শুধু প্রেম প্রেম খেলা, প্রেম প্রেম খেলে খেলে কেটে যায় বেলা। বহুরূপী প্রেম তুমি বহুরূপ ধরে, প্রেমিককে ধোঁকা দাও সবশেষ করে। প্রেম তুমি অপরূপ রূপের ডালা, ডিজিটাল প্রেমে ভাই অত নাই জ্বালা। ডিজিটাল ছেলেমেয়ে, ডিজিটাল প্রেম, প্রেম নিয়ে খেলে তাই অদ্ভুত গেম। প্রেম তুমি বেঁচে থাকো স্বকীয়তা নিয়ে, ওরা প্রেম করে নাকো, করে শুধু ইয়ে। শুনে রাখো উত্তম পবিত্র যে প্রেম আর নয়…