-
যে চাওয়া ভুল, যে প্রেম আমাকে কাঁদায় ।। কবিতা ।। কে এম আশরাফুল ইসলাম
যে চাওয়া ভুল কে এম আশরাফুল ইসলাম তার ভালোবাসা ছিল জীবনের আশা সুখ-দুখের পাখি, রচিতে বাসা প্রণয় পরশে মিলনে দু’জনার আঁখি। রবো দু’জনায় পরম মমতায় শপথের অটুট বন্ধন, সতত চেনায় হারাব অজানায় যদিও আসে মরণ! বসিয়া পাশে একান্ত ভালোবেসে ফুটিত কথার ফুল, প্রণয় আবেশে হারাতাম সতত হইয়া মোরা ব্যাকুল। কেমনে সময় বিজলি চমকে বয় বেখেয়ালি মান্স, আসক্ত রয় অর্পিত হিয়া পাইয়া যৌবনের পরশ। ভ্রান্ত ভাবনা করিনি দু’জনা অবিনাশী কামনায়, একই ঠিকানা একই নিবাসে হারাব মোহনায়। হায় ভালোবাসা করিয়া সর্বনাশা ছলনা লেখে জয়, অনন্ত পিপাসা মরু সাহারায় মরীচিকা কথা কয়। সেই চেনা ঘোমটায় আপনা নিঃশব্দে চলে পথ, রই অজানা ভুলে পাওয়া…