-
রহস্যের সন্ধান, যখন নামিবে সন্ধ্যা, মিথ্যা অহংকার
রহস্যের সন্ধান পথিক জামান তুমি অসীম শূন্যতায় মিশে আছো, সকল দৃষ্টির আড়ালে অনাদি অনন্তকাল ধরে। কি অসম্ভব ক্ষমতা তোমার! তোমার বিশাল আকাশে উজ্জ্বল নক্ষত্র আর তারার মিছিল, চরম গরমে শীতল বাতাসের নরম ছোঁয়া, কি অদ্ভুত মুগ্ধতা আনে এ অস্থির প্রাণে। স্তম্ভবিহীন বিশাল আকাশ চাঁদ সূর্যের শৃঙ্খলিত অস্ত উদয় বিশাল বিস্ময় জাগায় এ অন্তরে, কোন ইন্দ্রজাল কাজ করে অলক্ষ্যে অগোচরে, কবে খুঁজে পাবো তোমার রহস্যের সন্ধান? তুমি প্রকাশিত, তুমি বিকশিত শতরূপে স্রষ্টার মহান মহিমায়। আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা- মাছ-বিল-পাখি-পদাবলি প্রেমের পরশ ভালোবাসা রঙ পাল্টায় যখন নামিবে সন্ধ্যা যখন নামিবে সন্ধ্যা ঘটাবে এ জীবনের অবসান, আমারে শোনায়ো তুমি…