-
মরে যেতে ইচ্ছে করে
মরে যেতে ইচ্ছে করে রেজাউল করিম শেখ মাঝে মাঝে খুব করে মরে যেতে ইচ্ছে করে বোধের শূন্য জানালায় একটা বুলবুলি- রোজ সন্ধ্যার পর পুচ্ছ নাচিয়ে মিঁহি স্বরে ডেকে ডেকে বলে যেতে থাকে; মাইরি- খুব করে মরে যেতে ইচ্ছে করে। একটা কুকুর মাঝ রাতে ডুকরে কেঁদে ওঠে সস্নেহে কাছে এগিয়ে গেলে- জল ছলছল চোখে মাথা নত করে বলে: খোদার কসম- আমারো বাস কিংবা ট্রামের তলায় মাথা দিয়ে খুব করে মরে যেতে ইচ্ছে করে। এখন এই বৈশাখী রাতে ভয়াল তা-বের মুখে বিষণ্নতার রোগে ভোগা বিপন্ন পৃথিবীর – মানুষের ভোট ও ভাত চোর মানুষের মত ও পথ চোর…