-
কেমনে ভুলবো মাকে, প্রতিদান
কেমনে ভুলবো মাকে আলী হাসান এক স্যার এসে বললো আজকে ভুলে গেছ নাকি মা কে? বেশ কিছুদিন হয়ে গেল গত লেখনি তুমি যাকে! বললাম আমি তা কি হয় কভু? কেমনে ভুলবো মা? হৃদয় মাঝারে প্রথিত যে নাম ভুলতে পারিনা তা। মা মা করে ডাকতে যে চায় আমার কন্ঠ ধ্বনি, মা জননী রত্ন যে ছিল ছিল নয়নের মনি। যেথা দেখি মা অন্য কারো ধুকরে কাঁদে যে বুক। মা সোনা যেদিন ওপরে গেছেন সেদিনই ফুরেছে সুখ। মায়ের যত্ন এমনই রত্ন অনুভবে পাই আমি, জীবন চলতে যতজনই আসুক মা-ই তো ছিলো দামী। মা মা মা কত মধু…