-
বিবেকবোধ, পুষ্প বৃষ্টি, তুই ধোঁকাবাজ
বিবেকবোধ মো: হাতেম আলী জয়-পরাজয় দিয়েই সব কিছুর সৃষ্টি বিজয়ীর তাজ পেতে লাগে দূরদৃষ্টি; সুখ-দুঃখ প্রতিবেশি চলে ওরা পাশাপশি- না পাওয়ার বেদনাতে না হারালে শক্তি তবেই তো আসে ফিরে জীবনের মুক্তি…। সুখ ভরা সংসারে দিকেদিকে হায় হায় আলো ঝলমল তবু আঁধারেই ঘিরে রয় ; মাতৃত্বের আজ অপমান পিতৃত্বেরও অসম্মান- ভ্রাতৃত্ববোধ ভুলে ভাই বোন দূরে রয় স্বর্গ তাই বৃদ্ধাশ্রমে অবহেলায় রাত কাটায়…। এ বলে যে আমি বড় সে বলে যে আমি ও বলে হায় তার চেয়ে সেই নাকি রে দামী; এই নিয়ে হরদম মারপিট ধুমধুম- সম্মানের প্রাপ্য যে তায় ভুলে গেছি আমি আসলে কে বড় তাহা জানে অন্তর্যামী….। আরও পড়ুন…