-
নন্দিত নন্দন, আশাহত ব্যথার ঘায়ে
নন্দিত নন্দন জহুরা ইরা একুশ- তুমি নয়কো শুধুই তারিখ পঞ্জিকার তুমি রক্তে রাঙা জয়ধ্বজা নব ফাল্গুনী ঊষার। একুশ- তুমি রক্ত ঝরানো ফাগুনের আগুন তুমি জ্বালিয়ে পুড়িয়ে গড়ে তোলো বর্ষণ মুখর শ্রাবণ। একুশ- তুমি নয়কো শুধুই সংখ্যার প্রতীক তুমি তো শেখালে প্রতিবাদের ভাষা-অন্যায়ে তীব্র ধিক। একুশ- তুমি জাতির বিবেক-নির্মম উদাহরণ তুমি স্বৈরাচারির সংহারে ঘটাও বিদ্রোহ বিস্ফোরণ। একুশ- তুমি বাঙালির ভাষা-প্রতিবাদের মানদণ্ড তুমি দিয়ে নাকো ঠাঁই দেশ জুড়ে যেথা আছে যত ভেক ভন্ড। একুশ- তুমি ধ্বংস করো লোভীরে-নস্যাৎ করো ঔদ্ধত্ব কাঙালীপনা ঘুচাও বাঙালির, আছে যারা নেশায় মত্ত্ব। একুশ- তুমি নতুন চেতনা জাগাও সবার বুকে অনিয়ম ভেঙে বাঁচাও তাদের-যারা মরছে ধুঁকে ধুঁকে।…