-
তিলোত্তমা বাংলাদেশ
তিলোত্তমা বাংলাদেশ জাহাঙ্গীর পানু বাংলাদেশ। আমার তিলোত্তমা বাংলাদেশ। জেনেছি তোমার বাড়ন্ত অঙ্গটাকে ধ্বংস করেছিল বৃটিশ। পলাশীর প্রান্তরে সেদিন মুখ থুবড়ে পড়েছিল তোমার শৈশবের উঠন্ত শরীর। কিন্তু সুপ্ত ভ্রুণটাকে ধ্বংস করতে পারেনি কেউ বারবার তোমার দেহের উপর দিয়ে বয়ে গেছে কত ঝড়-ঝঞ্ঝা। শত ঝড়-ঝঞ্ঝা আর হাজার আগাছায় মধ্যেও তুমি ক্রমান্বয়ে বেড়ে উঠেছ। বৃটিশ বেনিয়াদের গোলার আঘাতে জর্জরিত তোমার পরিধেয় বাঁশের কেল্লা। রাজনীতির কুটকৌশলে দ্বি বঙ্গে দ্বিখন্ডিত তোমার দেহ। পশ্চিমের শোষনে নিষ্পেষিত তোমার সৌন্দর্য। তারপরও তুমি যখন যৌবনে পদার্পন করলে শাখা প্রশাখায় ভরে উঠলো তোমার প্রতিটি অংগ তখন শেষবারের মতো আসলো তোমার উপরে প্রচন্ড আঘাত। বাঙালিরাও শেষবারের মতো বিদ্রোহী হয়ে উঠলো…