• কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

    কেন আমাকে জন্ম দিলে

    কেন আমাকে জন্ম দিলে জিন্নাত আরা রোজী   মা বলতে পারো কেন আমাকে জন্ম দিলে?অপরাধ তো তুমি করেছো,আমাকে জন্ম দিয়ে। আমি তো কোন অপরাধ করিনি,তবে কেন আমাকে প্রাণ দিতে হলো?আমাকে পৃথিবীর আলো কেন দেখালে মাএই নশ্বর জগতে?পারলে নাতো জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা করতে।জানো মা; ওরা কোন মায়ের গর্ভে জন্ম নেয়নি,ওরা কোন বোনের ভাই না,তাহলে কি আমার সম্ভ্রমহানি করে, গলায় ফাঁস দিয়ে মারতে পারতো?বহু চেষ্টা করেছিলাম মা ইজ্জ্বত রক্ষা করার কিন্ত পারিনি,জন্ত জানোয়ারের সাথে কি আমার মততের বছরের কিশোরীরা শক্তিতে পারে? জান মা, মুখে কাপড় গুজে,হাত-পা বেঁধে আমার সব নষ্ট করে দিল।আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দিল না।তোমার কোল…

error: Content is protected !!