-
ভারসাম্যতা, আমার আমি
ভারসাম্যতা মো: হাতেম আলী বহুদিন পর দেখতে গেছি সবুজ ঘেরা পাহাড় চুড়া একি দশা পাহাড় রে তোর, সর্বাঙ্গ আজ বসন ছাড়া; তুই কি তবে বর্ণচোরা? নেই যে কোথাও একটি চাড়া- হবে না তোর ছায়ায় বসে সুখ-দুঃখের গল্প করা ক্লান্ত পথিক গামছা পেতে বসবে বল তো কোথায় তারা…? কেওড়া, সেগুণ,শাল গাছগুলো জড়িয়ে ছিল একে অন্য রাত্রদিনে প্রেমবন্ধনে গলায় গলায় বিলিয়ে পুণ্য; যা দেখে মন হতো ধন্য কোথায় সেই সবুজ অরণ্য- মনি ঋষি তোরই অঙ্গে, অঙ্গ মেখে হয় অনন্য তোর প্রেমেরই পরশ পেতে ছুটে আসে এই নগণ্য…। পাহাড় বলে তোমরা মানুষ চিড়ছো এ বুক তিলে-তিলে পশুর চেয়েও হিংস্র ঘাতক হাজার কান্নায়…