• ভালোবাসি-তোমায়
    কবিতা,  পূর্ণিমা হক,  সাহিত্য

    ভালোবাসি তোমায়, অনুভবে, একলা দাঁড়িয়ে আমি

    ভালোবাসি তোমায় পূর্ণিমা হক   এখনো ভালোবাসি তোমায় ঠিক আগের মতো, কতো যে বেসেছি ভালো অব্যক্ত ভালোলাগায় বুনেছি কামিনীর মালা দেহাত্মপ্রত্যয়ে। এখনো হৃদয়ে শুনি তোমার ভালোবাসার স্পন্দন, এখনো বৃষ্টিভেজা জোছনা রাতে শিহরণে সিক্ত হয় এ মন। বনবীথির শীতল ছায়ায় হাতে রাখা হাত সান্ধ্যক্ষণে হৃদয়ের না বলা কথা ঝরেছিলো পুলকের অশ্রুধারায়। এখনো ভালোবাসি তোমায় গন্ধে বিভোর হাসনাহেনার মতো নির্জনতার একান্ত ক্ষণে মন হারানোর মতো। এখনো ভালোবাসি তোমায় অবিরত, অবিচল- ঠিক আগের মতো। আরও পড়ুন পূর্ণিমা হকের কবিতা- অষ্টাদশী মন অথচ মানুষ সম্পর্ক   অনুভবে শ্রাবণের বৃষ্টিধারায় ভিজবো বলে শাল মহুয়ার বনে হেঁটেছি কতো, কচি কচি পাতার ফাঁকে থোকা থোকা ফুলের গুচ্ছে…

error: Content is protected !!