-
অতৃপ্ত বাসনা
অতৃপ্ত বাসনা জাহাঙ্গীর পানু আমি তোমাকে বলেছিলামআমার হাতটি ধরো।তুমি ধরলে না, অবলীলায় বিমূর্ত চোখেমুখটি ঘুরিয়ে নিলে। আমি তোমাকে বলেছিলামতোমার জীবনের প্রতিটি বসন্ত আমি;পলাশ ফুলের রং দিয়ে সাজিয়ে দিবো।তুমি শুনলে না,তুমি শুনলে কোকিলের সাময়িক সুর।গ্রীস্মের উষ্ণতায় তাকে আর খুঁজে পেলে না। তুমি আলতা খুব পছন্দ করতে-শরতের কোন এক বিকেলে তোমাকে বলেছিলুম-আমার সঙ্গে চলো, আমি তোমাকেরংধনুর সাত রঙের লাল রঙটা এনে দিবো;তুমি আলতা মেখে নগ্ন পায়ে ধুলোমাখা পথ পাড়ি দেবে আমার সাথে, তুমি এলে না। ভরা বর্ষায় চাঁদের পুর্ণিমার আলোয়তোমাকে গল্প শোনানো হয়নি কখনওসেতো ছিল তোমার শুধুই শখরুপকথার গল্পের রাজকন্যার মতোতোমাকেও কল্পনাতেই দেখতে হলো। আমি বলেছিলুম শীতের…