-
অগ্নিঝরা বৈশাখ
অগ্নিঝরা বৈশাখ জহুরা ইরা বৈশাখের নতুন সূর্য হয় যেন জ্বলন্ত অগ্নিকুন্ড যার তাপদাহে শরীর থেকে নির্গত হোক অজস্র ধারায় ঘাম, জমে থাকা পুঁজ, ভীরুতার ভিত আর দূষিত রক্ত। যে রক্ত ধমনীতে বয়ে মানুষকে করছে সংক্রমিত। বৈশাখ বয়ে আনো, ধরার বুকে এক অগ্নিবান, জ্বালিয়ে দাও যত জরা, অনাকাঙ্ক্ষিত আবর্জনা, অভিশাপ নিভৃতে, গঞ্জে, নগরে, দেশ জুড়ে যেখানে শুদ্ধ হোক বুকের গহীন ক্ষত আর ঘুনে ধরা হৃৎপিন্ড। কালবৈশাখি হয়ে তুমি তান্ডব নৃত্য কর ভূপৃষ্ঠে উড়িয়ে দাও যত ধুলো মরা পাতা, আর সব অমানুষগুলো, পায়ের তলায় থাকবেনা মিথ্যার পাতা ফাঁদ, নির্বিঘ্নে বেড়ে উঠবে নবজাতক পাবে যোগ্য আবাস বৈশাখে বিদ্যুৎ চমকাক থেকে, তীব্র বেগে,…