-
কে ভালোবাসে, প্রেমিকের প্রতিদান, তুমিই শিখালে ভালোবাসিতে
কে ভালোবাসে কে এম আশরাফুল ইসলাম যে ভালোবাসে ভুলেও নাহি নাশে অর্পিত যে প্রাণ, রয় আবেশে তাহাতেই মিশে হলেও ব্যবধান! যতই দূর তিক্ততায় মধুর তাপিত হিয়াখানি, পথ বন্ধুর হৃদয় অভিসারে করে কানাকানি! মন মুকুরে রয় অদূরে নিকট নিকটতর, ক্রীড়া করে ভাবনায় এসে অন্তরে অন্তর! কে দেখে তা হৃদয়ের মিতা সুবাসি ফুলের কায়া, স্মৃতির পাতা বসন্তবায়ে কাঙ্ক্ষিত বৃষ্টির মায়া। যত না সরল ততই বিরল ভুলে থাকাটাই কঠিন, প্রীতির শিকল বাঁধিয়া বাঁধনে হাঁকায় চিরদিন। ভালোবাসা কাঙ্ক্ষিত বাসা এ নহে কচু’র নীর, অন্তিম তিশা করে ফেরারি অনুতপ্ত নিয়তির। থাকিলেও দূরে তাহারেই মনে পড়ে প্রণয় প্রচ্ছদপটে, তাই আঁখি ঝরে ভালোবাসিতে তারে মরমের তটে…
-
কবির ভালোবাসা, তোমাকে ভালোবেসে, বসন্ত কোকিল
কবির ভালোবাসা কে এম আশরাফুল ইসলাম এই কবি আঁকে ছবি সকল সৃজন, হয় রবি সমতায় গড়িতে ভুবন! ভালোবাসে তাই হাসে সকলের প্রাণ, নাহি নাশে কারো সুখ হানিয়া তুফান। এই ধরা মনোহরা প্রশান্তির নিবাস, যায় গড়া নিরিবিলি করিতে আবাস। ভাবে কবি করে দাবি নিখিলের প্রাণ, সেই ছবি পৃথ্বী দেহ আপনার সমান। চায় সুখ নহে দুখ কভু কারো তরে, এতটুক অবহেলা কোনো অনাদরে। হিরোশিমা প্রিয়তমা নাগাসাকির বুকে, তিলোত্তমা করে তারে মরমে রাখে। রণাঙ্গন অপনয়ন কভু কাম্য নয়, কবি মন সুখ পাখি শান্তির কথা কয়। যত সৃজন তাহার নয়ন হাতছানি দেয়, অতি আপন আপনার ভেবে আপন করে নেয়! আরও পড়ুন কে এম…
-
বিরঞ্জনা, রয় গোপনে সবার মনে,তাহার ভালোবাসায়
বিরঞ্জনা কে এম আশরাফুল ইসলাম বিরঞ্জনা মোর ঠিকানা কেমনে ভুলিলে হায়, সুরঞ্জনা বর্ণবিহারী দূর আকাশ নীলিমায়! মেঘের পাখায় সমীরের ছোঁয়ায় বিজলী চমকে ধাও, শিশিরের ভেলায় আরোহণ করে মুক্তো হয়ে হাসাও! উঠিলে রবি হারায় ছবি রিক্ততায় দোলে ঘাস, তথৈ পৃথিবী কাষ্ঠ হাসিতে মরুতে খোঁজে নিবাস! ফোটে কলি না না আসে অলি সবুজে নাচে সাদা, না করে কেলি শূন্য সায়রে চৈতি আবেশে কাদা! লঙ্ঘিয়া বারণ হইলে চারণ অযাচিত শ্বাপদের, কাঁদে অকারণ করিয়া স্মরণ হৃত বিরঞ্জনা হৃদের! বর্ণনাশী সর্বনাশী বিরূপ মাতাল হাওয়ায়, ভালোবাসি গলার ফাঁসি বিরঞ্জনার ভালোবাসায়। ও বুকে ঢেউ সিন্ধুতে কেউ অবাধ্য নিম্নচাপের লীলা, করে কেঁউ কেঁউ অশান্ত মান্সে অসহায়ের অশ্রুমালা!…
-
তোমার ভালোবাসায়, ভালোবাসার প্রতিদান, বেদনার দান
তোমার ভালোবাসায় কে এম আশরাফুল ইসলাম অবচেতন মনে অতি গোপনে নন্দন কাননের প্রত্যাশায়, ছিল ক্ষণে ক্ষণে অস্ফুটকলি ফুটিবে সুবাসি ভালোবাসায়! সেই হতে প্রাণ করে আনচান কোথায় বাঁধিয়া নিবাস, আমারই পরাণ প্রসারি আঁচল প্রতীক্ষিত দীঘল কেশপাশ, হইয়া এলোকেশী আমাকেই ভালোবাসি বলিবে এ বুকে আয়, ষোলকলায় পূর্ণিশশী উতলা সিন্ধু দু’কূল ছায়ে মিলিবে মোহনায়! তৃষিত হিয়া ডাকিয়া প্রিয়-প্রিয়া বসন্তরাগে ঝিলিমিলি, কাঁদে বিরহিয়া তুমি এলে হেথায় অব্যক্ত শ্যেনের ডানা মেলি! কপোত কপোতি দেখিয়া মাতামাতি লাজেতে লুকায় বনে, না পোহাতেই রাতি নিজকে পেলাম কঙ্কালসার কবরস্থানে! ঝরে কি আঁখি অর্পিত পাখি যাহাকেই দিয়েছিলে জীবন, করিয়া চালাকি তাহারই সমাধিতে হেয়ালি পুষ্প অর্পণ! আরও পড়ুন কে এম…
-
ভালোবাসা তুমি, রেখে যাই এ হৃদয় আমার
ভালোবাসা তুমি কে এম আশরাফুল ইসলাম ভালোবাসা তুমি হৃদয়ের টান ভালোবাসা তুমি মরমের গান ভালোবাসা তুমি অতৃপ্ত আশা ভালোবাসা তুমি প্রশান্তির বাসা ভালোবাসা তুমি ফুলের কাঁটা ভালোবাসা তুমি জোয়ার ভাটা ভালোবাসা তুমি অভিশপ্ত নেশা ভালোবাসা তুমি হতাশায় আশা। ভালোবাসা তুমি নিজস্ব আইন ভালোবাসা তুমি বিধ্বংসী মাইন…