-
মুক্ত ভূমিতে কয়েকদিন // ভ্রমণকাহিনি // তাহমিনা খাতুন
মুক্ত ভূমিতে কয়েকদিন তাহমিনা খাতুন থাইল্যান্ড বা শ্যামদেশ। ভ্রমণ-পিপাসুদের জন্য এক স্বর্গরাজ্য! এ দেশের প্রকৃতি বৈচিত্র্যময়। পাহাড়, দীর্ঘ সমুদ্র সৈকত, সমতল ভূমি এবং বন-জঙ্গলে ঘেরা থাইল্যান্ড। এক সময়ে এ দেশকে পূর্বের ‘ভেনিস’ বলা হতো। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর মানুষকে হাতছানি দিয়ে ডাকে। এছাড়া ভালো চিকিৎসা নিতেও বহু মানুষ থাইল্যান্ড যাওয়াকে প্রাধান্য দিয়ে থাকে। অনেক বছর আগে, একটি সেমিনারে অংশ নিতে কয়েকদিনের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সুযোগ হয়েছিল। তখন থাইল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি সম্পর্কে জেনেছিলাম। উড়াল সড়কের শহর ব্যাংকক। বিমানবন্দর থেকে শুরু করে মূল শহর পর্যন্ত দীর্ঘ পথ উড়াল সড়কের উপর দিয়েই যেতে হয়। তারপরও বেশ যানযটের ধকল সামলাতে…