-
বুকের চর, সুখ না অসুখ ।। কবিতা ।। আবুল হাশেম
বুকের চর আবুল হাশেম বুকের চরে ফোটে না কাশফুল ধু ধু বালিতে শূন্য পানিতে কাঁদে বুক। মনের মরুভূমিতে করে হাহাকার তৃষ্ণা মেটে না বুকের ভিতর চোখের জলের ঘর। মরীচিকার পিছে ছুটি খুশির রাজ্যে কে দিলো টুঁটি ভাঙনে ভেঙে গেল বাঁধন আর কি জোড়া লাগে বিধবার হাতের কাকন? পথের ধুলোয় হারিয়ে সোনা খুঁজে ফিরি নদী বালির চরে পর যে হয়েছে সে আর আপন হবে কীভাবে? সময় গেছে চলে সময়ের সাথে মিশে যে চলে যায় সে কি আর ফিরে আসে? দুঃখের কথা চোখের জলে যায় কি ভেসে? সুখের সময়ে দুঃখের কথা ক্ষণে ক্ষণে মনে পড়ে। এপ্রিল ০৫, ২০২৩ খ্রি. সুখ না…