-
পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডে (২য় পর্ব)
পৃথিবীর স্বর্গ সুইজারল্যান্ডে (২য় পর্ব) তাহমিনা খাতুন লুকার্নে বা লুজার্নে ইউরোপের সবচেয়ে দৃষ্টিনন্দন শহর! শহরটি ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ডের এক মিলিত সংস্কৃতির শহর। জেনেভা থেকে লুকার্নে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট। জেনেভা থেকে সড়ক পথে লুকার্নে যেতে সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি এবং ফ্রান্স-ইউরোপের এই ৪টি দেশের মধ্য দিয়ে যেতে হয়। এ প্রসঙ্গে একটি গুরত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত দেশ নয় কিন্তু কোন বিদেশি নাগরিকের সুইজারল্যান্ডের ভিসা থাকলে সে কেবল মাত্র যুক্তরাজ্য ছাড়া ইউরোপের আটাশটি দেশ ভ্রমণের সুযোগ পেয়ে থাকে। সেই সুযোগ নিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশে ভ্রমণের সুযোগ পাওয়া গেল। শামনী (Chamonix) সুইজারল্যান্ডের সবচেয়ে রোমাঞ্চকর, ভীতি…