স্বপ্ন-দিয়ে-ছাওয়া
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

স্বপ্ন দিয়ে ছাওয়া, আশায় বুক বাঁধি

স্বপ্ন দিয়ে ছাওয়া

পথিক জামান

 

বাংলা আমার পাখিমুখরিত
ভোর হতে কালো সন্ধ্যা,
রাত হলে ফোটে শিউলি বকুল
শাপলা রজনী গন্ধা।

ফুলে আর ফলে ভরে থাকে মাঠ
ডালে ডালে নানা পাখি,
এত শোভা দেখে ভরে ওঠে মন
জলে ভরে দুটি আঁখি।

আহা এত রূপ এত যে শোভা
আর কি কোথাও আছে?
লাল লাল সাজ বাসন্তী রঙ
শোভা পায় গাছে গাছে।

তুল তুলে ফুল আমের মুকুল
মৌমাছি গায় বাগে,
রাতে হাসে চাঁদ সুনীল আকাশে
প্রেম প্রেম ভাব জাগে।

বসন্তকালে বসন্ত দূত
শিমুলের রাঙা ডালে,
কুহু কুহু গেয়ে বেঁধেছে আমায়
অদ্ভুত মায়া জালে।

আহারে আমার রূপসী বাংলা
এত রূপ সারা গায়,
গাংচিল ওড়ে পদ্মা মেঘনা
ধানসিঁড়ি যমুনায়।

গলে দোলে হার ফুলের বাহার
কানে দোলে গাঁদা ফুল,
দখিনা বাতাসে লেজ নেড়ে গায়
ঝুঁটিবাঁধা বুলবুল।

বাংলা আমার প্রাণের পরশ
হাজার পাখির দেশ,
প্রাণ খুলে গাই বাউল বেশে
চেয়ে থাকি অনিমেষ।

সে-ই তো আমার সোনার বাংলা
মধুর পরশ পাওয়া,
এ যেন এক স্বপ্নের দেশ
স্বপ্ন দিয়েই ছাওয়া।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
বারবার ফিরে আসি
ঝড়ের পূর্বাভাস
ভালোবাসি যারে
সুখের সন্ধান

 

আশায় বুক বাঁধি

কখনো কখনো কালো মেঘ
ঘন হয়ে আসে,
নেমে আসে ঘোর অন্ধকার
চির সবুজের দেশে,

ধীরে ধীরে পুরো সূর্যটা প্রায় ঢাকা পড়ে যায়
কালো মেঘের আড়ালে।
দিশাহীন নিশানাহীন হয়ে পড়ি
দূরন্ত হতাশায়।

মনের কোণে বহে প্রবল ঝড়ো হাওয়া
কাটে দিন কঠিন নিরাশায়।
ধৈর্যের বাঁধ ভেঙ্গে যেতে চায়
প্রতীক্ষার প্রহর গুনে গুনে।

কোনো কিছুই চিরস্থায়ী নয়
এ নশ্বর পৃথিবীতে জানি,
তবুও হতাশার ঝড় হানে

প্রবল আঘাত, আমাদের প্রাণে,
আবার নতুন করে আশায় বুক বাঁধি
নতুন আলোর আশায়।

আরও পড়ুন কবিতা-
সময়ের দাবি
বসন্ত কোকিল
স্মৃতি ছায়া

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

স্বপ্ন দিয়ে ছাওয়া

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!