স্কুল-খুলবি
কবিতা,  সাহিত্য

স্কুল খুলবি

স্কুল খুলবি
আলী হাসান

 

স্কুল খুলবি, স্কুল খুলবি
জানিস নাকি বাই?
বই-খাতা তো আরা ফেলছি
এহুন কনে পাই?

শিক্ষামন্ত্রী কয়চে সেদিন
রবিবারে নাকি খুলবি,
পড়ালেহা করবি এহুন
ফ্রি ফায়ার কলি বুলবি।

জামা গায় দিয়ি দ্যাকলাম আমি
ওয়চে ম্যালা টাইট,
জামা নিয়ি মার সাতে
ওবিনি এহুন ফাইট।

পড়ালেহা তো বুলিই গিচি
কেবি করি যে পারবোনে
স্যাররা যা পড়াবিনি
মনের মদ্যি গাড়বোনে।

আমার কলাম বালোই ঠেকতিচে
বন্ধু বান্ধব গাদি পাবোনে,
সগোলে মিলি মজা করি
জালমুড়ি -ফুসকা খাবোনে।

স্যাররা ম্যালা বালো ছিলো
আসতো আমারে কাচে,
কতদিন যে দেহিনি তারে!
এহুনও কি ওবিই আচে?

নো চিন্তা দো ফুর্তি
লেহাপড়া এহুন করবো,
ফ্রি ফায়ার আর পাবজি ছারি
সঠিক রাস্তা দরবো।

দুইখান বই খুঁজি পাইচি
আর ওয়নাই পাওয়া,
মা কয়চে খুঁজি না পালি
দেবোনা কুনু খাওয়া।

থাহেন, যাচ্চি বই খুঁজবির
পরে আসি কতা কবোনে,
পড়ালেহা করি একদিন
আমিও মানুষ ওবোনে।

আরও পড়ুন কবিতা-

মা

টুনটুনি

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

Facebook Comments Box

প্রকৌশলী মো. আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন "আমাদের সুজানগর"-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। এছাড়া তিনি "আমাদের সুজানগর" সাহিত্য সংকলনের সম্পাদক এবং "আমাদের সুজানগর" ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ সালের ১৫ জুন, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!