স্কুল খুলবি
স্কুল খুলবি
আলী হাসান
স্কুল খুলবি, স্কুল খুলবি
জানিস নাকি বাই?
বই-খাতা তো আরা ফেলছি
এহুন কনে পাই?
শিক্ষামন্ত্রী কয়চে সেদিন
রবিবারে নাকি খুলবি,
পড়ালেহা করবি এহুন
ফ্রি ফায়ার কলি বুলবি।
জামা গায় দিয়ি দ্যাকলাম আমি
ওয়চে ম্যালা টাইট,
জামা নিয়ি মার সাতে
ওবিনি এহুন ফাইট।
পড়ালেহা তো বুলিই গিচি
কেবি করি যে পারবোনে
স্যাররা যা পড়াবিনি
মনের মদ্যি গাড়বোনে।
আমার কলাম বালোই ঠেকতিচে
বন্ধু বান্ধব গাদি পাবোনে,
সগোলে মিলি মজা করি
জালমুড়ি -ফুসকা খাবোনে।
স্যাররা ম্যালা বালো ছিলো
আসতো আমারে কাচে,
কতদিন যে দেহিনি তারে!
এহুনও কি ওবিই আচে?
নো চিন্তা দো ফুর্তি
লেহাপড়া এহুন করবো,
ফ্রি ফায়ার আর পাবজি ছারি
সঠিক রাস্তা দরবো।
দুইখান বই খুঁজি পাইচি
আর ওয়নাই পাওয়া,
মা কয়চে খুঁজি না পালি
দেবোনা কুনু খাওয়া।
থাহেন, যাচ্চি বই খুঁজবির
পরে আসি কতা কবোনে,
পড়ালেহা করি একদিন
আমিও মানুষ ওবোনে।
আরও পড়ুন কবিতা-
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে