উলাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা
উলাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পাবনা জেলার সুজানগর উপজেলার অন্যতম সুপ্রাচীন ইসলামী বিদ্যাপীঠ। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা পাবনা জেলার শুরুর দিকের প্রতিষ্ঠিত একটি বিদ্যানিকেতন।
এক নজরে উলাট সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা:
• ধরন : আধা-সরকারি
• স্থাপিত : ১৯১৫
• অধ্যক্ষ : মোঃ মতিউর রহমান (ভারপ্রাপ্ত)
• শিক্ষার্থী : ৫০০+
• ঠিকানা : গ্রাম-উলাট, উপজেলা-সুজানগর, জেলা-পাবনা
• ভাষা : বাংলা, আরবি ও ইংরেজি
• ক্রীড়া : ফুটবল, ক্রিকেট, ভলিবল
অবস্থান: পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে উলাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি ঢাকা পাবনা মহাসড়কের চিনাখড়া বাস স্টেশন হতে ৮ কিলোমিটার দক্ষিণে এবং সুজানগর উপজেলা সদর হতে ১২ কিলোমিটার পূর্বে গাজনার বিলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রতিষ্ঠাকালীন ইতিহাস: পাবনা জেলার মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসার নাম উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা। ১৯১২ সালে প্রথমে মক্তব আকারে উলাট মাদ্রাসার গোড়াপত্তন হয়। উলাট গ্রামের হাজী তমিজউদদীন ও বদিউজ্জামান প্রথমে মাদ্রাসার জন্য জমি দান করেন। তাদেরই পরিচিত খালইভাড়ার মহর আলী প্রাং ও আব্দুস সাত্তার প্রাং এর বাঁশ ঝাড়ের বাঁশ এবং তেবিলা গ্রামের হাজী আছির উদ্দিনের জমির ছোন দিয়ে মাদ্রাসার জন্য একটি ঘর বানানো হয়।পরবর্তীতে ১৯১৫ সালে মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের ফুরফুরা শরীফের বড় পীর হযরত মাওঃ আবু বকর সিদ্দিক (রহঃ)। তাঁরই নাম অনুসারে মাদ্রাসাটির নামকরণ করা হয় উলাট সিদ্দিকীয়া এবতেদায়ী মাদ্রাসা।
অবদান: ভারতের ফুরফুরা ও মেদিনীপুরের পীর সাহেবদের দোয়া ও আশীর্বাদপুষ্ট যে বিদ্যাপীঠটি ১৯১৫ সালে ইসলাম ধর্ম শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে পথচলা শুরু করেছিলো, তা এখন এক মহীরুহ। উলাট ও পার্শ্ববর্তী বোনকোলা, খয়রান ও মানিকহাট গ্রামের শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতা সূতিকাগার হিসেবে পরিচিত। বিশেষ করে উলাট ও আশেপাশের কয়েকটি গ্রামের নারী শিক্ষার প্রসারে বিরাট ভুমিকা পালন করে আসছে। যা পরবর্তীতে এতদঞ্চলে রত্নগর্ভ মাতা সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখছে।
এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের দিয়েছে দেশের খ্যাতনামা আলেম, বুজর্গ, ইসলামের দ্বায়ী, শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনৈতিক সেবক। যারা আজ গ্রাম, অঞ্চল, শহর ও দেশ দেশান্তরে ছড়িয়ে পরে দেশ, সমাজ ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
লেখক:
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পানু
এজেন্ট ও ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
চিনাখড়া এজেন্ট শাখা, সুজানগর, পাবনা।
তথ্যসূত্র:
শখের তরী থেকে উলাট সাইদ ফুটবল ক্লাবের ক্রমবিকাশ শীর্ষক স্মরণিকা। ক্লাবের ক্রমবিকাশ শীর্ষক স্মরণিকা।