আজি-বৈশাখে
কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

আজি বৈশাখে

আজি বৈশাখে

ফকির শরিফুল হক

 

এলো বৈশাখ অবশেষে চৈত্র শেষে
চৈত্রের পুরো মাস পার্বণে আগমনী বৈশাখী নবান্নে,
শিব পূজা আর প্রতি হিন্দু পাড়ায় অষ্ট গানে
চৈত্র সংক্রান্তির দিনে আামাদের গাঁয়ে জদ্দারদের উঁঠোনে।

যুগ যুগান্তরের উৎসব, আজি অনুভবে শৈশব
দূর গ্রাম হতে আসা ভিন্ন বেসে সন্যাসী চালানে,
নেঁচে গেয়ে সন্যাসী দল ঢাক ঢোল কাসার তালে
গভীর রাত হতে শেষ চৈত্র সকালে।

আজি বৈশাখে মুছে যাক ব্যর্থ গ্লানি বিষাদের বাঁক
বৈশাখ স্বপ্ন সাহসে নবরুপে তুমি সবুজ উর্বর ভূমি,
প্রিয় মুখ সুখ বলে কানে চুপি চুপি থাকুক বাঙলা প্রাণে
উদাস বাউল নব জাগ্রত প্রাণে গেয়ে বৈশাখী গানে।

খরতাপ সূর্যের হাঁসিতে জেগে সুবজ ধান ক্ষেত
আজি নব যৌবনে কৃষক শষ্য বুনে অবিরত,
শক্ত বাহুবল পুরাতন ভূলে স্বপ্ন বুনে ফসলের মাঠে
কৃষানীর উচ্ছ্বল চোখে বীজগুলো আজ সোনা হয়ে ফলে।

নব রঙে রঙিন সাজে, গ্রাম গঞ্জ শহর নতুনে সাজে
হাটে ঘাটে বাটে মেলা পার্বনে বাঙলা প্রাণে,
শত প্রাণ শ্বাসে ভুবু ভুবু বাঁজে মেলার বাঁশি
মাটির ব্যাংক বেতের সের, পোড়ামাটির পুতুল
ফোটে হিজলের ফুল।

হরেক মিঠাই জিলাপি গজা কদমা খাজা
পুতুল নাচ নগর দোলা, বায়স্কোপ যাত্রা পালা,
কিনে প্রেয়সীর খোপা কাঁচের চুরি ইচ্ছের ঝুড়ি
শুভ হালখাতা মুছে পুরোনো হিসেবের খাতা।

কাঁচা আম কাঁঠাল মহুয়া বনে নবরূপে ঘ্রাণে
বৈশাখী ভাপ তালপাখার বাতাস স্বস্তির শ্বাস,
কালো মেঘ আকাশ বৈশাখী ঝরে
জরা, জীর্ণতা ধূলো হয়ে উঁরে যায় অচিন পুরে।

প্রিয়ার চোখে তৃপ্ত প্রেম ধ্বনি আজি বৈশাখী আগমনী
শপথে প্রাণ নাহি নিষ্প্রাণ ভুলে ভালে সব যাক পুড়ে,
সাম্যের গীত গেয়ে ভালোবেসে নব রঙ মেখে
আজি আজ বৈশাখে।

ইচ্ছের সাজে মঙ্গল শুভযাত্রা, বুকে নবান্নের বার্তা
স্বপ্নে সম্ভাবনার চোখে লাল সবুজ মানচিত্র বুকে,
আজি জাত কূল ভূলে, অমঙ্গল পাপ পদতলে পিষে
বাঙালী বেসে নব বৈশাখে বাঙলা ভালোবেসে।

আরও পড়ুন কবিতা-
নতজানু যুবক
নীল সমীকরণ
বেআবরু মন
জাগতে হবে

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

আজি বৈশাখে

Facebook Comments Box

ফকির শরীফুল হক মূলত কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: সত্যের ভোর। তিনি ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৬ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রাম।

error: Content is protected !!