কবিতা,  সাহিত্য

অসমাপ্ত চাদর, মেলা

অসমাপ্ত চাদর

রাফিয়া লাইজু কিলিজ 

বিশ্ব মাঝে একমাত্র নিঃস্বার্থ যাহা
সে যে ‘মায়ের ভালোবাসা’ আহা!
এমন মধুমাখা ডাকে…
জুড়ায় প্রাণ, হৃদয় পূর্ণতা মাখে;
সেই সৌভাগ্য সকলের নাহি হয়
কারো কারো অপূর্ণতা যে রয়!

এসেছিলাম যখন এ ভব মাঝে
কান্না ছাড়া আসতাম না কোনো কাজে
‘মা’ আমার আহার-নিদ্রা-শ্রান্তি ভুলে…
বাছারে তাঁহার কোলে নিতেন তুলে;
কত যতনে তিল তিল করে…
গড়ে তোলেন ক্ষুদ্র আমারে!
একটু মুখ মলিন দেখলে
কী হয়েছে! কত আদর মেলে!
কত চেষ্টা মুখে হাসি ফোটাতে
উজার করা ভালোবাসায় মেতে
ক্ষণিকেই সব যেতাম ভুলে
সেদিন কী আর মেলে!

একটু অসুস্থ হলে পরে, কী অস্থিরতা তাঁর
রাত-দিন সব ভুলে, সে কী হাহাকার!
খেতে না চাইলে, কত যতন করে
পাখির ডিম…হাঁসের ডিম…রাজ হাঁসের ডিম
আরো কত নামে, খাওয়াতেন আদরে;

হারিয়ে গেছে যেদিন, সেদিন কী আর মেলে!
যদি ফেরা যেত, আদর মাখানো সেই শৈশবের কালে!
সবকিছুই কেমন অসমাপ্ত রেখে, হয়ে গেলেন তারা
‘মা’ ছাড়া সংসার, ভিত নড়বড়ে দিশেহারা!
শৈশবের শিশু সুলভ কাটিয়ে না উঠতেই, ব্যথার পাহাড় কৈশোরে!
স্মৃতির দুয়ারে ‘মা’ নামক শূন্যতারা ভিড় করে!
মনে পড়ে, অসময়ে না ফেরার দেশে চলে যাওয়া
এক স্কুল ছাত্রী কে দেখে এসে
খুব মনে হচ্ছিল ‘মা’ গো লুকাতে ঐ বুকে!
তাঁর ব্যবহারের গহনার বাক্স, আলমারিতে শাড়ি-
ওয়ালমেটগুলো কী নিখুঁত কারুকাজ, কুরুশ-কাঁটার কাজ ভারী!
দস্যু বনহুর, ক্লিওপেট্রা আরো কত বই রেকে
সবকিছুর মাঝে খুঁজে ফেরা শৈশবের হারিয়ে যাওয়া মা’কে!
স্মৃতির মণিকোঠায় স্মৃতিগুলো সব…অনেকটাই ঝাপসা-ধূসর…
চল্লিশ টা বছর তেমনি আছে, তাঁর হাতের বুনন, অসমাপ্ত সেই চাদর…!

আরও পড়ুন কবি রাফিয়া লাইজু কিলিজের কবিতা-
ভালোবাসা
শীতার্ত

 

মেলা

(বাবা-মেয়ের কথন)

ছোট্ট বেলায় বাবা এসে, বলল আমায় ডেকে,
যাবি নাকি আমার সাথে, ঐ পদ্মানদীর বাঁকে?
সেথায় নাকি মেলা বসেছে, ঐ বট গাছটার নিচে,
নানান রকম খেলনা-পাতি আর পুতুলও নাকি আছে;

কাল যে আমার পুতুলের বিয়ে, যাবো কেমন করে!
এই আয়োজন শেষ হলে, যাব না হয় পরে,
পরশু চলো যাব সেথায়, হাঁড়ি-পাতিল নিতে!
ভাইয়ের জন্য বল হবে কী? বেলুনও নিব সাথে;

হরেক রকমের জিনিস ওঠে মেলায়, থাকতেও তো পারে,
পরশু না হয় দেখবি যেয়ে, মেলায় ঘুরে ঘুরে;
কী কী নিবি ভাইয়ের জন্য, দেখবি না হয় খুঁজে;
চুড়ি-আলতা সবই পাবি, মালা টিপের মাঝে।

আশ্বিনের এই মেলায় নাকি নৌকা বাইচও হবে;
তাল মিলিয়ে চলে সবাই, ভারি সুন্দর লাগে!
সেই দেখেছি ছোট বেলায়, ভুলেই গেছি কবে!
তোর দাদুভাই নিয়ে গেছিল, সেই.. ছোট্ট ছিলাম যবে!

সেটা আবার কী! নাম শুনি নিত আগে?
চল তবে বের হই সকালেই, দেখবি সেথায় গিয়ে,
সারাটা দিন ভালোই যাবে, নানান আয়োজনে;

তবে চলো তাই!
কী যে ভালো দিন কেটেছে! স্বপ্ন স্বপ্ন ঘোরে!
সেই অনুভূতি দিনে দিনে কোথায় যে গেল চলে!
পাই না তো ছোঁয়া সেই আনন্দের, কোনো উৎসব-পার্বণ হলে…!

আরও পড়ুন কবিতা-   
কবি নজরুল
রঙিন খামে চিঠি
নতুন প্রজন্ম এবং বাংলাদেশ

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ফেসবুক ও  ইউটিউব চ্যানেলে

অসমাপ্ত চাদর

Facebook Comments Box

রাফিয়া লাইজু কিলিজ একজন কবি। তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থ: অব্যক্ত কাব্য কথা, নিকুঞ্জ পূর্ণিমায় কবিতাগুচ্ছ। তিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের পুকুরনিয়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস একই উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রাম।

error: Content is protected !!