অমরত্ব
অমরত্ব
ফজলুল হক
আমি বিচলিত
যেমনটা হয় আঁধারে হারালে জোছনা কথা;
শ্রাবণ কি তোমায় দেয়নি আভাস?
গভীর নিমগ্নতায় সন্ধ্যাকে রাতের গভীরে নিমন্ত্রণ করেছি-
পৌরাণিক অরণ্যের পাণ্ডব গুহায় মুখোমুখি হতে চাই দুজনে।
যতো ঘৃণা আছে উগরে দিও তাচ্ছিল্যের ইঙ্গিতে
সজোরে খুলে দিও অভিযোগোর সবকটি খিড়কি,
ভুলেও জানতে চেয়ো না নিছক অভিমানের কথা
আমি শোনাবো রোদনের গল্প।
পূতপবিত্র অর্ঘ্যজলের ঘটি নেই
কোনো মালি হাতে তুলে দেয়নি কোনোদিন দুটো সতেজ বা বাসি ফুল
নামমাত্র মূল্যে কিনে আনবো
সে সাহস হয়নি কখনো,
আমি হতদরিদ্র প্রেমিক
আছে প্রার্থনার একজোড়া বিনয়ী হাত,চোখে জল টলমল।
বিত্তবৈভব তুচ্ছ সবই
তুচ্ছ নেশার শরাব-
পাশে পাবার নিবিড় ভরসায়
স্রষ্টার কাছে অমরত্বের নৈবেদ্য নিবেদন করেছি।
শ্রাবণের মাঝরাতের বৃষ্টিধারায় ভিজুক ভুলের শরীর,
সরে যাক বিভেদের তারকাঁটা।
ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে