বেআবরু মন, উইপোকাদের ঘরবসতি
বেআবরু মন
প্রেয়সি, তোমার ঠোঁটের ভাঁজের দাম দিয়েছি
বিধবা মায়ের চোখের জলে;
তোমার চোখের গহিন জলে ডুবেছি কত!
গোলাপি ঠোঁটে, মায়াবি কেশের বুননে অনেক দাম দিয়েছি;
তুমি কি জানো—তোমার কণ্ঠে ঝুলছে যে মালা,
তাতে বেশ্যার দেহের ভাগ রয়েছে;
তোমার হাতের কাঁকনে,
মার্ডার কেসের মিথ্যা আসামি ঐ বৃদ্ধটির ভাগ রয়েছে;
তোমার দামী গাড়িতে,
অসহায় শহীদ পরিবারের ভিটা দখলদারের ভাগ রয়েছে;
তোমার রুপশৈলীর ঐ কসমেটিক্সে,
ধর্ষিতা নারীর ভাগ রয়েছে;
প্রেয়সী, তুমি কি জানো—তোমার সুরম্য বাড়ি ও ফ্লাটে,
ঐ যুবকের নেশার টাকার ভাগ রয়েছে;
তোমার হাজার শাড়ির রকমারি ভাঁজে,
ভূমিদস্যুর ভাগ রয়েছে;
তোমার ঐ বেলুয়াড়ী ঝাড়বাতিতে,
রাষ্ট্রীয় সম্পদ লুটেরার ভাগ রয়েছে;
তোমার চোখের কাজল,
কেশ রঞ্জনীতে মাস্তান, সন্ত্রাসীর ভাগ রয়েছে;
করোনা কণ্ঠ চেপে ধরেছে,
বন্ধ নিঃশ্বাসে—”সাথী নয় কেউ”;
তোমার দূর থেকে ঐ সেবা দহনের মাতঙ্গিনী খেলা
বেআবরু করেছে আমার মন;
দাফন হয়েছে, প্রিয়জন ছাড়া
-“পলিথিনে মোড়ানো জিও ব্যাগে…”
আরও পড়ুন মোহাম্মদ সেলিমুজ্জামানের কবিতা-
রক্তে স্বাধীনতার নেশা
জয় বাংলা জয়
উইপোকাদের ঘরবসতি
রাজার গোলায় কিরি পোকা
কাঠামোতে ঘুণ ধরেছে।
নিমপাতা তিতো হলেও…
রক্ষাকবচ
কাঠামো পাল্টাতে হবে
নইলে ঝড়ে ভেঙ্গে যাবে…
বোধের ডানায় উইপোকাদের ঘরবসতি।
পাইক-পেয়াদা নস্যি টেনে
বেজায় মাতাল
রাজ্য জুড়ে, হচ্ছে কি হাল?
মাথায় সবাই ঘোল ঢেলে যায়
দুধের মাছি, টাকা কামায়।
নতুন করে রাজ্য সাঁজাও
ভিমরুলের পা ভেঙে দাও…
বোধের ডানায় উইপোকাদের ঘরবসতি।
প্রজার রক্তে রাজ্য সাবাড়
রক্ষাকারীর এ কি কারবার?
ইঁদুর বিড়াল খেলা করে
কাঁপনিতে প্রাসাদ নড়ে।
রক্ষাকারী বদলিয়ে দাও
নইলে বাপু চিতা সাজাও…
বোধের ডানায় উইপোকাদের ঘরবসতি।
প্রজারা সব বিলাপ করে
রাজা শুধু একা ঘরে
কপোলে তাঁর ভাঁজে ভরা
মন্ত্রী বসে করছে সাড়া।
রাজ্য যদি ঠেকাতে চাও
বুঝেশুনে পা-টি বাড়াও
বোধের ডানায় উইপোকাদের ঘরবসতি।
মন্ত্রীসভা পালের গোদা
খাচ্ছে বসে তালের বড়া
শক্ত আঁটন ফসকা গিড়ো
এই ভাবে কি চলতে পারো?
শক্ত করে না ধরলে হাল
ছিঁড়ে যাবে ঐ সাধের পাল…
বোধের ডানায় উইপোকাদের ঘরবসতি।
চোর ডাকাতের চলছে খেলা
তোষামোদি বসায় মেলা
সেনায়- সেনায় যুদ্ধ করে
প্রজারা সব পালায় ডরে
রাজা তোমার তলাট সাঁটো
নইলে বাপু, রাস্তা মাপো…
বোধের ডানায় উইপোকাদের ঘরবসতি।
আরও পড়ুন কবিতা-
অগ্নিশ্বর
শ্রাবণ ধারা
প্রকৃতি আমার ভালোবাসা
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে



