-
ভেজালের সমারোহে,স্মৃতি অনুভবে উজ্জ্বল দিন
ভেজালের সমারোহে জহুরা ইরা পরতে পরতে জড়িত ভেজাল, ভেজালের নেই শেষ, ভেজাল মুক্ত দেখার ইচ্ছে আমার বাংলাদেশ।। উক্তিতে ভেজাল যুক্তিতে ভেজাল বক্তৃতা কোন ছাড়, পরীক্ষায় ভেজাল নিরীক্ষায় ভেজাল ভাঙল শির দাঁড় ।। আশায় ভেজাল ভাষায় ভেজাল বিব্রত মানব জাতি জলেও ভেজাল তেলেও ভেজাল নিভবে জীবন বাতি ।। শিক্ষায় ভেজাল দীক্ষায় ভেজাল ভেজাল জীবন গড়ায় কইতে ভেজাল সইতে ভেজাল ভেজাল জীবন ধারায়।। রক্তে ভেজাল ভক্তে ভেজাল ভেজাল অস্তি মজ্জায় তথ্যে ভেজাল পথ্যে ভেজাল ভেজাল ঔষধ চিকিৎসায়।। অর্থে ভেজাল শর্তে ভেজাল ভেজাল চুক্তি নামায় মন্ত্রে ভেজাল যন্ত্রে ভেজাল জীবন বাঁচা দায়।। খাদ্যে ভেজাল বাদ্যে ভেজাল ভেজাল দেশ গড়ায় চাওয়ায় ভেজাল পাওয়ায়…